পিআর পদ্ধতি পাস করতে হলেও নির্বাচিত সংসদ লাগবে: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হওয়ার জন্য সেটি আগে সংসদে পাস হওয়া লাগবে, আর তার জন্য লাগবে নির্বাচিত সংসদ। কারণ, সংসদ ছাড়া সংবিধানে বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি রয়েছে সেটি পরিবর্তন সম্ভব নয়।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান এ কথাগুলো বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপ্যাপন উপলক্ষে দলের 'জাতীয় উদ্যাপন কমিটির' সভা শেষে এই সংবাদ সম্মলেনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
নজরুল ইসলাম খান বলেন, সংখানুপাতিক পদ্ধতিতে (পিআর) যে রাজনৈতিক দলগুলো রাজি নয়, তারা রাজি হলেও আসন্ন নির্বাচনে এটা বাস্তবায়ন সম্ভব নয়। কারণ হিসেবে তিনি বলেন, 'সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই বিধান কার্যকর করতে পারবেন না। আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো সংসদের।' সুতরাং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হলে এ নির্বাচনের পরে সংসদের মাধ্যমে করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচনে পিআর চাচ্ছে, এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, যেকোনো দলই যেকোনো প্রস্তাবই দিতে পারে, সেটা ভালো হোক আর মন্দ হোক। তবে সেটা যে পর্যন্ত না জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, সে পর্যন্ত সেটা কার্যকর হওয়া উচিত না।
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, সব সময় কোনো না কোনো সংকট তো থাকেই। সংকট যে নাই এ কথা বলা ভুল হবে। এর চেয়ে অনেক বড় সংকট বিএনপি অতিক্রম করেছে। কাজেই যে সংকটের কথা বলা হচ্ছে তা অতিক্রম করাও সম্ভব হবে।
যৌথ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।
Comments