বাংলাদেশিদের ভিসা আবেদন কেন প্রত্যাখ্যাত হচ্ছে?

মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ গত শুক্রবার ৮০ জন বাংলাদেশিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে দেশে ফেরত পাঠিয়েছে। ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করলেও ভ্রমণকারী হিসেবে 'সন্তোষজনক প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ায়' তাদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি।
এর আগে একই কারণ দেখিয়ে গত ১১ জুলাই ৯৬ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠায় মালয়েশিয়া কর্তৃপক্ষ। তারা সবাই ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় গিয়েছিলেন। তারও আগে জুন মাসে জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৩৬ বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ার পুলিশ। গত ২৪ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত দুই মাসে তিনটি ধাপে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের কয়েকজনকে ফেরত পাঠিয়েছে দেশটি।
সাম্প্রতিককালে বিদেশ সফর বেশ কঠিন হয়ে গেছে বাংলাদেশি নাগরিকদের জন্য। ইউরোপ,আমেরিকা তো আছেই, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, উপসাগরীয় দেশসহ সর্বত্রই এখন বাংলাদেশিদের ভিসা আবেদন গণহারে বাতিল হচ্ছে। এর মধ্যে ভিয়েতনাম, লাওস, উজবেকিস্তান, কাজাখাস্তান এবং ভারতে বাংলাদেশিদের জন্য একেবারেই বন্ধ আছে ভিসা।
উদ্বেগের জায়গা হলো বাংলাদেশের শ্রমবাজারের দেশগুলো। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ায় মালয়েশিয়া একেবারেই কঠিন সন্দেহের চোখে দেখছে সে দেশে শ্রম প্রত্যাশী বাংলাদেশিদের। এই চাপ এসে পড়েছে সাধারণ ভ্রমণকারীদের ওপর। সে দেশে গিয়ে রাজনৈতিক মিছিল মিটিং করায় সংযুক্ত আরব আমিরাত অদক্ষ বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেয়া এক প্রকার বন্ধ করে দিয়েছে। একই পথ বেছে নিয়েছে ওমান।
বাংলাদেশিদের কাছে জনপ্রিয় পর্যটন দেশ থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার ভিসা যেন এখন সোনার হরিণ। দেড় থেকে দুই মাস লেগে যাচ্ছে ভিসা পেতে। ইন্দোনেশিয়ায় এক সময় ভিসা অন অ্যারাইভাল সুবিধা পেতো বাংলাদেশের নাগরিকরা। সেটি বন্ধ আছে ২০২০ সাল থেকে। এমনকি রোমানিয়া,ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, এস্তোনিয়া, লিথুয়ানিয়ার মতো পূর্ব ইউরোপীয় দেশ, যেগুলো সহজ গন্তব্য ছিল, তারাও বাংলাদেশিদের ভিসা দিতে বিলম্ব করছে বা ভিসা আবেদন প্রত্যাখ্যান করছে। ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ৩০,০০০ বাংলাদেশির ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে। এ বছর তা আরও বাড়বে বলেই শঙ্কা। মিশর এক সময় সহজ গন্তব্য ছিল, কিন্তু তারাও বাংলাদেশিদের ভিসা দিতে অনেক বেশি বিবেচনা করছে। চীন এবং হংকং এর পরিস্থিতি একইরকম। এর মধ্যে হংকং ৯৯ শতাংশ আবেদন বাতিল করেছে।
পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ থেকে দেশের বাইরে যাওয়া পর্যটকের সংখ্যা গত এক বছরে কমে গেছে ৫০ শতাংশের বেশি। আর কর্পোরেট ভ্রমণ কমেছে প্রায় ৭০ শতাংশ।
কেন বাংলাদেশিরা ভিসা পাচ্ছেন না তা গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার। যেভাবে ভিসা প্রত্যাখান বাড়ছে এবং তা চলমান থাকলে বহির্বিশ্বে মর্যাদা সংকটে পড়বে বাংলাদেশ।
Comments