জুন মাসের শুরু থেকে ইরান ছেড়েছে সাড়ে ৪ লাখ আফগান: জাতিসংঘ

গত জুন মাসের শুরু থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান ইরান থেকে তাদের দেশে ফিরেছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা সোমবার (৭ জুলাই) জানিয়েছে, ৬ জুলাইয়ের মধ্যে কাগজপত্রবিহীন বিদেশিদের দেশ ত্যাগের নির্দেশ দেওয়ার পর তারা চলে গেছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, ১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইরান থেকে ৪ লাখ ৪৯ হাজার ২১৮ জন আফগান ফিরে এসেছেন। তাছাড়া চলতি বছর এখন পর্যন্ত মোট ৯ লাখ ৬ হাজার ৩২৬ জন আফগান ফিরেছেন।
জাতিসংঘ জানিয়েছে, গতকাল রোববার ফেরার সময়সীমা শেষ হওয়ার আগের দিনগুলোতে ইরান থেকে কয়েক হাজার আফগান সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। এর ফলে সীমান্ত পয়েন্টগুলিতে 'জরুরি' পরিস্থিতির সৃষ্টি হয়।
মে মাসের শেষের দিকে ইরান বলেছিল, ৬ জুলাইয়ের মধ্যে অবৈধ আফগানদের দেশ ত্যাগ করতে হবে। যার ফলে সেখানে বসবাসকারী ছয় মিলিয়ন আফগানের মধ্যে চার মিলিয়ন লোকের ওপর এর প্রভাব পড়তে পারে।
ইউনিসেফের দেশীয় প্রতিনিধি তাজুদ্দিন ওয়েওয়ালে বলেছেন, এটি একটি 'জরুরি' পরিস্থিতি, যেখানে দেশটি ইতোমধ্যেই দীর্ঘস্থায়ী প্রত্যাবাসন সংকটের মুখোমুখি। তার ওপর এই বছর ঐতিহ্যবাহী আশ্রয়দাতা ইরান এবং পাকিস্তান থেকে ১৪ লাখ আফগান ফিরে এসেছেন।
Comments