রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনসহ তিন বিষয়ে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত কমিশনের নবম দিনের আলোচনা শুরু হয়েছে। এতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, আজকের আলোচনায় থাকছে তিনটি বিষয়—রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা।
তিনি বলেন, 'আপনারা দল ও জোটভিত্তিকভাবে পরস্পরের সঙ্গে আলোচনা করছেন, যা অত্যন্ত ইতিবাচক। কেবল এই টেবিলে বসে সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এজন্য আমরা রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলাম।'
আলী রীয়াজ বলেন, 'এই ধরনের আলোচনার সুযোগ গত ৫৩ বছরে হয়নি। এটি এসেছে অনেক কষ্ট, প্রতিকূলতা ও সংগ্রামের মধ্য দিয়ে। এখন আমাদের উচিত, সেই সুযোগকে কাজে লাগানো।'
তিনি আরও জানান, কমিশনের দৃষ্টিতে প্রাথমিকভাবে ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ জরুরি। এসব বিষয়ের বেশ কিছু মৌলিক বলেও মনে করছেন তারা।
Comments