গুপ্তচরবৃত্তির অভিযোগে আলোচিত জ্যোতির সঙ্গে বাংলাদেশের সংযোগ

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সম্প্রতি আটক ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা প্রসঙ্গ পুরো ভারতজুড়ে এখন আলোচনার শীর্ষে। এমন পরিস্থিতিতে তাকে নিয়ে তদন্তে নতুন তথ্য পাওয়ার দাবি করেছে দেশটির পুলিশ।
বুধবার (২১ মে) এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, তদন্তে জ্যোতির সঙ্গে বাংলাদেশের স্পষ্ট সংযোগের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ফলে তদন্ত সংস্থাগুলো তাকে আরও জিজ্ঞাসাবাদের আওতায় নিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, ওই ইউটিউবারের বিরুদ্ধে পাকিস্তানের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, গোপন ও কৌশলগত তথ্য পাচার করতেন তিনি। তদন্তে একাধিক পাকিস্তানি এজেন্টের সাথে জ্যোতির যোগাযোগের প্রমাণও পেয়েছেন তদন্তকারীরা। যোগাযোগের তালিকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কিছু কর্মীও রয়েছে।
এমন পরিস্থিতিতে তদন্তে উঠে আসে বাংলাদেশের নাম। প্রতিবেদনে বলা হয়, হরিয়ানা পুলিশ যখন পাকিস্তানি বর্ণনা প্রচার এবং তার সোশ্যাল মিডিয়া উপস্থিতি ব্যবহার করে অন্যান্য এজেন্টদের যোগসাজশের অভিযোগ তদন্ত করছিলেন ঠিক তখন কর্মকর্তারা একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। সেটি হলো এই নারী ইউটিউবার শীঘ্রই পরিকল্পনা করছিলেন বাংলাদেশ সফরের।
পুলিশ জানিয়েছে, জ্যোতির ভিসা ফর্ম আবেদনে তারা দেখেছেন যে তার ভ্রমণপথের পরবর্তী গন্তব্য ছিল বাংলাদেশ। তারিখবিহীন একটি বাংলাদেশ ভিসা আবেদনপত্রে লেখা আছে তার নাম, যেখানে জ্যোতি বাংলাদেশে তার 'অস্থায়ী ঠিকানা' ঢাকার উত্তরায় পূরণ করেছেন।
সংবাদমাধ্যমটি আরও বলছে, ভিসা আবেদনপত্রটি তারিখবিহীন হলেও, তদন্ত দল বিশ্বাস করে যে ব্লগের জন্য ভিডিও শ্যুটিংয়ের আড়ালে বাংলাদেশি অপারেটিভদের সঙ্গে যোগাযোগ স্থাপন তার সফরের উদ্দেশ্য ছিল।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান, চীন এবং অন্যান্য দেশে জ্যোতির সাম্প্রতিক বিদেশ ভ্রমণগুলো নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে। মঙ্গলবার জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং গোয়েন্দা ব্যুরো (আইবি) কর্মকর্তারা এই 'গুপ্তচর' ভিডিও ব্লগারকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (পিআইও) সঙ্গে যোগসূত্রের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেন।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, পেহেলগাম হামলার পটভূমিতে জ্যোতির পাক গোয়েন্দাদের সঙ্গে সম্পৃক্ততা নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে বেশ উদ্বেগ সৃষ্টি করেছে। আর বাংলাদেশে তার প্রস্তাবিত সফর নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি করে।
ভারতীয় গণমাধ্যম তদন্তকারী কর্মকর্তাদের বরাতে জানায়, হরিয়ানার নারী ব্লগারের ভালো সম্পর্ক ছিল পাক হাইকমিশনের সঙ্গে। এছাড়া পাকিস্তানি একজন গোয়েন্দা সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কেও জড়িয়ে পড়েন জ্যোতি মালহোত্রা। এমনকি তার সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতেও ভ্রমণ করেছিলেন তিনি।
Comments