ভারতের বিপক্ষে সম্মান রক্ষার লড়াইয়ে নামছে টাইগ্রেসরা
নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ (রবিবার) মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিপক্ষ স্বাগতিক ভারত।
সেমিফাইনালের স্বপ্ন পূরণ না হলেও, জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল।
রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ের ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে এখন পর্যন্ত একটি জয় ও একাধিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয়ে দুর্দান্ত সূচনা করলেও দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় হাতছাড়া হয়েছে শেষ মুহূর্তে।
বোলিং বিভাগে ধারাবাহিক পারফরম্যান্সের পরও ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে দলকে। মারুফা আক্তার, নাহিদা আক্তার ও তৃষ্ণারা বারবার দলকে ম্যাচে রেখেছেন, তবে জ্যোতি, ফারজানা হক ও মুর্শিদা খাতুনরা রান তুলতে পারেননি প্রত্যাশা অনুযায়ী।
তবুও ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে টাইগ্রেসরা। ঘরের মাঠে শেষ ওয়ানডে সিরিজে ভারতীয় নারী দলের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। সেই স্মৃতি জ্যোতি ও তার সতীর্থদের নতুন অনুপ্রেরণা দিচ্ছে।
অন্যদিকে, দুর্দান্ত ফর্মে আছে ভারত। আগের ম্যাচে সেঞ্চুরি করেছেন স্মৃতি মান্ধানা। নিয়মিত পারফর্ম করছেন জেমাইমা রদ্রিগেজ, প্রতীকা রাওয়াল ও দীপ্তি শর্মা। বল হাতে রেনুকা সিং ও ক্রান্তি কার্যকর ভূমিকা রাখছেন। ঘরের মাঠের সুবিধা থাকায় ভারত ম্যাচের ফেভারিট হিসেবেই নামবে।
তবে ক্রিকেট মাঠে কিছুই অসম্ভব নয়—এ বিশ্বাস নিয়েই আজ ভারতের বিপক্ষে নামছে টাইগ্রেসরা। নিগার জ্যোতিরা যদি ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলতে পারেন এবং বোলাররা আগের মতোই নিয়ন্ত্রিত বোলিং করেন, তাহলে শেষ ম্যাচে সম্মানজনক জয় নিয়েই বিদায় নিতে পারে বাংলাদেশ নারী দল।
Comments