সাফ অ্যাথলেটিকসে প্রথম পদক পেল বাংলাদেশ
ভারতের রাচিতে চলছে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার প্রথম দিনে বাংলাদেশ কোনো পদক না জিতলেও গতকাল শনিবার (২৫ অক্টোবর) দ্বিতীয় দিনে প্রথম পদক পেয়েছে। সেই ব্রোঞ্জ পদকটি এসেছে ৪ গুণিতক ১০০ মিটার পুরুষ রিলেতে।
অ্যাথলেটিকস ট্র্যাকে পুরুষ রিলেতে বাংলাদেশ পাচ দলের মধ্যে তৃতীয় হয়েছে। সাবেক দ্রুততম মানব মোঃ ইসমাইলের সাথে আব্দুল মোতালেব, তারেক রহমান ও লুসাদ ইসলাম দৌড়েছেন। তারা ৪০.৮৪ সেকেন্ড সময় নিয়েছেন।
এই ইভেন্টে ৩৯ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছে শ্রীলঙ্কার অ্যাথলেটরা। অন্যদিকে স্বাগতিক ভারতের দৌড়বিদরা রৌপ্য জিততে সময় নিয়েছে ৪০ দশমিক ৬৫ সেকেন্ড।
পুরুষ রিলের পরপরই ৪/১০০ মিটার মহিলা রিলে হয়েছে। ঐ ইভেন্টে বাংলাদেশ অল্পের জন্য পদক হারিয়েছে। ৪৮ দশমিক ২১ সেকেন্ড টাইমিংয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। ৪৭ দশমিক ৭৯ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে ব্রোঞ্জ জিতেছে মালদ্বীপ।
৪০০ মিটার স্প্রিন্ট নারী, পুরুষ, হাই জাম্প, ডিসকাস থ্রো, ১১০ মিটার হার্ডেলস ইভেন্টের পদক নিষ্পত্তি হয়েছে। বাংলাদেশ কোনো ইভেন্টেই পদক জিততে পারেনি। আজ লং জাম্প ও ৪ গুনিতক ৪০০ মিটার নারী-পুরুষ স্প্রিন্ট ইভেন্ট রয়েছে বাংলাদেশের।
Comments