ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ধারাবাহিক নই: জ্যোতি

জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরুর পর টানা দ্বিতীয় হার দেখল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারলেও, গতকাল (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। কিউই মেয়েদের দেওয়া ২২৮ রানের লক্ষ্য তাড়ায় তারা ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে। স্বাভাবিকভাবেই তাই এমন বিপর্যস্ত পারফরম্যান্সের দায় ব্যাটারদের ওপর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।
ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে তিনি বলেন, 'আমরা শেষ ম্যাচে ভালো যা কিছু করেছি, একই কাজ এই ম্যাচেও করতে চেয়েছি। তবে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ধারাবাহিক নই। যখন ২০০ রানের বেশি তাড়া করছেন, অবশ্যই টপ অর্ডারদের ভালো করতে হবে, নইলে লক্ষ্যে পৌঁছা কঠিন। প্রথম ইনিংসে আমরা ভালো বল করেছি। তবে মারুফার (আক্তার) কাছ থেকে যেমনটা আশা করেছি, আজ তা পাইনি। অন্য বোলাররা দারুণ বল করেছে।'
যথারীতি এই ম্যাচেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন বাংলাদেশের স্পিনাররা। তাদের প্রশংসা করার পাশাপাশি সোফি ডিভাইন এবং ব্রুক হ্যালিডের জুটি দ্রুত ভাঙতে না পারায় আক্ষেপ ঝরেছে জ্যোতির কণ্ঠে। এই দুজন মিলে গড়েন ১১২ রানের জুটি। জ্যোতি বলেন, 'স্পিনাররা তাদের কাজ ঠিকঠাক করেছে। ৩০ ওভার পর্যন্ত আমরা ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছি, কিন্তু এরপর তারা শট খেলেছে এবং আমরা বাউন্ডারি দিয়েছি বেশি। (ডিভাইন-হ্যালিডের জুটি ভাঙতে) বোলারদের সঠিক জায়গায় বল ফেলার পরিকল্পনা ছিল, যাতে তারা খুব একটা শট খেলার সুযোগ না পায়। বোলাররা তা বাস্তবায়নে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। তবে তারাও (নিউজিল্যান্ড) অভিজ্ঞ। সেটিকে কাজে লাগিয়ে সহজেই খেলেছে।'
হারের পর অবশ্য যথারীতি শিক্ষা নেওয়ার কথাই ফের অনুধাবন করলেন বাংলাদেশ অধিনায়ক, 'এখান থেকে আমাদের অবশ্যই অনেক কিছু শেখার আছে। দেখেছি দলীয় রান ভালো জায়গায় নেওয়ার ক্ষেত্রে লোয়ার মিডল অর্ডার গুরুত্বপূর্ণ। এখান থেকে শিখে আমাদেরও মিডল ও তার নিচের ব্যাটারদের প্রয়োজনীয়তা অনুসারে খেলতে হবে। আইসিসি ইভেন্টে আমাদের সেরা পারফর্ম করতে হবে। অন্যথায় তাদের বিপক্ষে আমরা লড়তে পারব না। আমাদের অভিজ্ঞতারও কমতি আছে।'
টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার সমীকরণ মেলাতে বাংলাদেশের এখনও ৪ ম্যাচ বাকি। তার জন্য অবশ্য ব্যাটারদের ধারাবাহিক হওয়ারই বারবার তাগিদ দিচ্ছেন জ্যোতি, 'আমাদের স্বাভাবিক খেলাই প্রয়োজন, কিন্তু আমরা সেটিকে নিজেদের পুঁজি বানাতে পারিনি। টুর্নামেন্টে নিজেদের উন্নতি বলতে বোলারদের পারফরম্যান্স বেশ দারুণ। তারা দলের জন্য নিজেদের কাজটা করছে। আশা করি সামনেও তারা সেটি ধরে রাখবে। ব্যাটিং ইউনিটকে (নিজেদের ভুল) শোধরাতে হবে এবং আমরা সেদিকেই তাকিয়ে আছি।'
Comments