বিপিএল থেকে সরে যাবে ফরচুন বরিশাল?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর শুরু হওয়ার কথা ডিসেম্বরে। অথচ টুর্নামেন্ট শুরু হতে এখনও প্রায় দুই মাস বাকি থাকতেই অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন, তারা বিপিএল থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কথা ভাবছে। তার মতে, বিসিবি নির্বাচনে ভোটাধিকার হারানো এবং ক্রিকেট প্রশাসনে প্রভাব কমে যাওয়া তাদের এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে বড় কারণ।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নতুন নির্বাচিত বিসিবি কমিটির পক্ষে এতো অল্প সময়ের মধ্যে বিপিএলের মতো বড় আসর আয়োজন করা কঠিন হবে। এমনকি কারা নতুন বোর্ডে থাকবেন, তাদের নাম নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।
৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন শেষেই গঠিত হবে নতুন বোর্ড কমিটি। অথচ বিপিএল আয়োজনের জন্য দরকার ফ্র্যাঞ্চাইজি আহ্বান, খেলোয়াড় ড্রাফট, সময়সূচি নির্ধারণসহ অনেক প্রস্তুতি, যা এখনো শুরুই হয়নি।
বিপিএলের গভর্নিং কাউন্সিলের বর্তমান প্রধান মাহবুব আনাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় তিনিও আর থাকছেন না, ফলে নতুন কাউন্সিলের নেতৃত্ব নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বরিশাল ইতোমধ্যেই তাদের চুক্তিবদ্ধ সব খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে।
মিজানুর রহমান জানিয়েছেন, যেসব খেলোয়াড়ের সঙ্গে তারা আগেই চুক্তি করেছিলেন, সেসব বাতিল করা হয়েছে। তাঁর মতে, নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন করাটা এখন প্রায় অসম্ভব।
উল্লেখ্য, সর্বশেষ দুই আসরে দারুণ সাফল্য পেয়েছিল ফরচুন বরিশাল। তবে এবার তারা টুর্নামেন্টে না থাকলে বিপিএলের ভবিষ্যৎ নিয়েই বড় প্রশ্ন উঠতে পারে।
Comments