ব্যাটিংয়ে ব্যর্থতার পরও ১ উইকেট সাকিবের, জিতল অ্যান্টিগাও

ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) তিন ম্যাচেই তিনি ব্যর্থতার বৃত্তে আটকে গেছেন। আবার বোলিংয়েও পাচ্ছেন কেবল এক ওভার করে। আজও (বৃহস্পতিবার) এক ওভারে ২ রানে ১ উইকেট নিলেও তাকে আর বোলিংয়ে আনেননি অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের অধিনায়ক ইমাদ ওয়াসিম। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে তারা ৮ রানের জয় পেয়েছে।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৭ রান তোলে স্বাগতিকরা। যেখানে সাকিব ১৩ বলে মাত্র ৭ রান করে উসমান তারিকের বলে ক্যাচ আউট হয়েছেন। এর আগের দুই ম্যাচেও ১১ ও ১৩ রানে ফেরেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। অ্যান্টিগার লক্ষ্য তাড়ায় ত্রিনবাগো সঠিক কক্ষপথেই ছিল। তবে শেষ ওভারে ১৪ রানের সমীকরণ মেলাতে পারলেন না কাছাকাছি নিয়ে যাওয়া কাইরন পোলার্ড। ৭ উইকেটে নাইট রাইডার্সের দৌড় থেমেছে ১৫৯ রানে।
এর আগে প্রথমে ব্যাট করা অ্যান্টিগার শুরুটা অবশ্য ভালো ছিল না। যথারীতি ব্যাট হাতে ব্যর্থ ওপেনার রাহকিম কর্নওয়াল (৯) দ্রুত আউট হয়েছেন। এরপর নিয়মিত বিরতিতে অ্যান্ড্রু জুয়েল (২২), করিমা গোর (১০), বেভন জ্যাকবস (৮) ও সাকিব (৭) রানে ফেরায় ৭৭ রানে ৫ উইকেট হারায় অ্যান্টিগা। এরপরই বিপর্যয়ে পড়া দলটির পাল্টা লড়াই শুরু। অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ফ্যাবিয়ান অ্যালেন মিলে গড়েন ৬৯ রানের জুটি।
২০ বলে ৩টি করে চার–ছক্কায় ৪৫ রান করেন অ্যালেন। এ ছাড়া ইমাদ ২৭ বলে এক চার ও দুই ছক্কায় ৩৯ এবং শামার স্প্রিংগার ৫ বলে ১০ রান করলে লড়াইয়ের পুঁজি (১৬৭) পায় অ্যান্টিগা। বিপরীতে ত্রিনবাগোর হয়ে ২টি করে উইকেট শিকার করেন উসমান তারিক ও নাথান এডওয়ার্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো শুরু পায় অ্যান্টিগা। যদিও একপাশে দর্শক হয়ে থাকা অ্যালেক্স হেলস স্ট্রাইকে যেতেই ৫ রানে আউট। এতক্ষণ ঝড় তোলা কলিন মুনরোও পরপরই আউট। এই কিউই ব্যাটার ১৮ বলে ৮ চার ও এক ছক্কায় ৪৪ রান করেন। এরপর একে একে ফেরেন নিকোলাস পুরান (১০), ড্যারেন ব্রাভো (২) ও কেসি কার্টি (৩৫)। ১১০ রানে ৬ উইকেট হারানো নাইট রাইডার্সের জন্য তখন হার ছিল কিছু সময়ের অপেক্ষা। যদিও আশা হয়ে ক্রিজে ছিলেন পোলার্ড। তিনিই মূলত ম্যাচ শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন।
২৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৩ রান করেন ডানহাতি এই অভিজ্ঞ ব্যাটার। ১৯তম ওভারেই পোলার্ড ২২ রান নিয়েছেন। কিন্তু শেষ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৮ রানে অ্যান্টিগার জয় নিশ্চিত করেন স্প্রিংগার। দলটির পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ওবেদ ম্যাককয়। সাকিব ও কর্নওয়াল একটি করে শিকার ধরেন।
Comments