না ফেরার দেশে জার্মানির বিশ্বকাপজয়ী স্ট্রাইকার

মারা গেছেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার ফ্রাংক মিল। ৬৭ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ওয়েস্ট জার্মানির হয়ে ১৯৯০ বিশ্বকাপ জেতা স্ট্রাইকার।
মিলের মৃত্যুর খবরটি আজ নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব ফরচুনা ডুসেলডর্ফ ও রুট-ওয়েইস এসেন। এসেন তাদের বিবৃতিতে মিলকে 'জার্মানির ফুটবলের দূত' এবং 'একজন কিংবদন্তি' হিসেবে উল্লেখ করেছে।
গত মে মাসে গুরুতর হার্ট অ্যাটাক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। ১৯৯০ বিশ্বকাপজয়ী স্কোয়াডের দ্বিতীয় ফুটবলার হিসেবে পরপারে পাড়ি জমিয়েছেন মিল। তার আগে গত বছরের ২০ ফেব্রুয়ারি মারা যান মিডফিল্ডার আন্দ্রেস ব্রেহেম। পেনাল্টিতে গোল করেই আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেস্তে দিয়েছিলেন ব্রেহেম।
ওয়েস্ট জার্মানির হয়ে ১৯৯০ বিশ্বকাপ জিতলেও ইতালিতে হওয়া টুর্নামেন্টটিতে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি মিল। জার্মানির হয়ে সবমিলিয়ে ১৭ ম্যাচ খেলেছেন তিনি। তবে কোনো গোল করতে পারেননি। বিশ্বকাপ ছাড়াও পশ্চিম জার্মানির হয়ে সিউলে হওয়া ১৯৮৮ অলিম্পিকে ব্রোঞ্জ মেডেলও জেতেন তিনি।
এসেন ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা মিল বরুসিয়া মনশেনগ্লাডবাখ ও ডর্টমুন্ডের হয়েও খেলেছেন। ১৯৯৬ সালে পেশাদার ক্যারিয়ারের ইতি টেনেছেন ফরচুনার হয়ে। সব মিলিয়ে ৫০৬ ম্যাচ খেলে ২০১ গোল করেছেন তিনি। ডর্টমুন্ডের হয়ে জিতেছেন জার্মান কাপ।
Comments