রিটায়ার্ড আউট হয়ে ইতিহাসে নাম উঠলো রোস্টন চেজের

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হওয়ার ঘটনা বেশ কয়েকটি আছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও এমন নজির দেখা গেছে। এতদিন টেস্ট প্লেয়িং দেশগুলোর কোনো ব্যাটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিটায়ার্ড আউট হননি। সেখানে প্রথম নাম লেখালেন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ।
সোমবার লডারহিলে পাকিস্তানের বিপক্ষে রিটায়ার্ড আউট হন চেজ। ১২ বলে ১৫ রান করা এই ব্যাটার পর্যাপ্ত বাউন্ডারি মারতে পারছিলেন বলে রিটায়ার্ড আউট হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি মাঠ ছাড়েন ১৭ ওভারে দলকে ১৪৯ রানে রেখে। তখনও জয়ের জন্য ১৮ বলে ৪১ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। তারা শেষ পর্যন্ত ১৭৬ রান করে ১৪ রানে ম্যাচটি হারে।
রোস্টন চেজের এটাই রিটায়ার্ড আউট হওয়ার প্রথম ঘটনা নয়। এ বছর আইএলটি২০তে আবুধাবির প্রতিনিধিত্ব করার সময়ও রিটায়ার্ড আউট হন তিনি। তখন ১৩ বলে ২০ রান করেছিলেন এই অলরাউন্ডার।
চেজের ইতিহাসে নাম লেখানোর দিনে ১৯০ রানের লক্ষ্য পাওয়া দলটি উদ্বোধনী জুটিতে তুলে ৪৪ রান। এ সময় ২৪ রান করে বিদায় নেন জুয়েল অ্যান্ড্রু, শাই হোপ করেন ৭। অ্যালিক আথানাজ ফিরে যাওয়ার আগে খেলে দিয়ে যান ৪০ বলে ৬০ রানের দারুণ এক ইনিংস। কিন্তু বাকিরা আর কাজটা সম্পূর্ণ করতে পারেননি। যদিও শেরফান রাদারফোর্ড ৩৫ বলে ৫১ রান তুলেছেন। পাকিস্তানের হয়ে হাসান আলী, নেওয়াজ, হারিস রউফ, আয়ুব ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে ৪ উইকেটে সিরিজ সর্বোচ্চ ১৮৯ রান করে পাকিস্তান। এরমধ্যে ১৪০ রানই দুই ওপেনারের। সাহিবজাদা ফারহান ৫৩ বলে ৭৪ ও সাইম আয়ুব ৪৯ বলে ৬৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট পান জেসন হোল্ডার, রোস্টন চেজ ও শামার জোসেফ।
Comments