নারী এশিয়ান কাপের সূচি চূড়ান্ত

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ। মঙ্গলবার (২৯ জুলাই) সিডনিতে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ড্র। বাংলাদেশ পড়েছে 'বি' গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও ৩ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান।
প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। যেখানে তাদের লড়াই করতে হবে শক্তিশালী দলের বিপক্ষে। এ ছাড়া টুর্নামেন্টে সূচিও চূড়ান্ত হয়ে গেছে। গ্রুপ পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে সিডনিতে, একটি পার্থে।
আগামী বছরের ৩ মার্চ এএফসি এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু করবে আফঈদা-ঋতুপর্ণারা। ৬ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে। এরপর গ্রুপ পর্বে তাদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। পার্থ রেকটাঙ্গুলার স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ মার্চ।
চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। গ্রুপের আরেক দল উজবেকিস্তানের বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১১ সালে ঢাকায় এশিয়ান কাপ বাছাই পর্বের সেই বাংলাদেশ হেরেছিল ৩-০ ব্যবধানে।
বাংলাদেশের সামনে ২০২৭ নারী বিশ্বকাপে খেলার দারুণ সুযোগ রয়েছে। নারী এশিয়ান কাপের শীর্ষ ৬ দল সরাসরি সুযোগ পাবে ফিফা নারী বিশ্বকাপে। সেমিফাইনালে ওঠা ৪ দল এবং কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ৪ দলের মধ্যে প্লে-ইনে জয়ী দুই দল সরাসরি সুযোগ পাবে বিশ্বমঞ্চে। আর প্লে-ইনে হারা দুই দলের আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ থাকবে। কোয়ার্টারের ৮ দল ২০২৮ অলিম্পিকের বাছাইপর্ব খেলার সুযোগও পাবে।
নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে শীর্ষ দুটি করে দল সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালে। তিন গ্রুপ থেকে সেরা তিনটি তৃতীয় দল থেকে দুটি দল সুযোগ পাবে শেষ আটে। আগামী বছরের ১৩ মার্চ থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ মার্চ।
Comments