নেপাল বা নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ খেলতে পারে বাংলাদেশ

গত দুই মাসে চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন টাইগাররা। আগস্টে ভারতের আসার কথা থাকলেও সিরিজটি স্থগিত হয়েছে। তাই এশিয়া কাপের আগে আর কোনো সিরিজ নেই বাংলাদেশের সামনে।
যদিও লম্বা সময়ের জন্য ক্রিকেটাররা একটি স্কিল এবং ফিটনেস ক্যাম্পও করতে পারে বলে আভাস পাওয়া গেছে। তবে এরই মাঝে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলতে পারে লিটন দাসরা। এমনটা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
শনিবার (২৬ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, 'বড় কোনো দেশ এ মুহূর্তে পাওয়া যাবে না। কারণ, তারা তাদের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে। আমাদের মনে হয় অন্য কোনো দেশের সঙ্গে এটা হতে পারে। নেদারল্যান্ডস ও নেপাল হতে পারে কিংবা এমন কোনো দেশ হতে পারে। এ মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি।'
মূলত ঘরের মাঠেই সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। তবে কোনো কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন না হলে ভিন্ন পরিকল্পনাও সাজিয়ে রেখেছে তার। ফাহিম বলেন, 'যদি বিদেশি দল না পাই সেক্ষেত্রে আমরা এখন থেকেই ভাবছি জাতীয় দল যখন বাইরে খেলতে যাবে তখন জাতীয় দলের কাছাকাছি সবচেয়ে ভালো যে দল তাদের সঙ্গে একটা সিরিজ খেলবো। তাতে জাতীয় দলের একটা ভালো প্রস্তুতি হবে আর যারা সামনে জাতীয় দলে আসছে তাদের জন্যও প্রতিযোগিতার ভালো সুযোগ হবে।'
Comments