‘বাংলাদেশ সুযোগ দিয়েছে বলে জিতেছে পাকিস্তান’

এক ম্যাচে হাতে রেখেই সিরিজ জিতেছিল বাংলাদেশ। তাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। এই ম্যাচে একাদশে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা। ৭৪ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়ায় পাকিস্তান। শেষ ম্যাচে বাংলাদেশই পাকিস্তানকে জেতার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করলেন দেশটির সাবেক তারকা কামরান আকমল।
পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। কামরান আকমল বলেন, 'তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ পাকিস্তান জিততে পেরেছে। যদিও আমার মনে হয় বাংলাদেশই জেতার সুযোগ দিয়েছে। আগের দুই ম্যাচে যেভাবে ১১০ রান এবং নিজেরা ১৩৩ করে পাকিস্তানকে ১২৫ রানে গুটিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল হোয়াইটওয়াশ হবে পাকিস্তান। তবে ওরা (বাংলাদেশ) মনে করেছে আমাদের যা উদ্দেশ্য ছিল, অর্জন করেছি। এখন যারা (একাদশের) বাইরে আছে তাদের সুযোগ দিই।'
পুরো সিরিজে বাংলাদেশ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ঘুরে-ফিরে খেলিয়েছে। যা পাকিস্তানের জন্য লজ্জাজনক উল্লেখ করে কামরান বলেন, 'প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ রোটেশন পলিসিতে খেলেছে। সেটিও পাকিস্তানের সঙ্গে, যারা একসময়ের বিশ্বচ্যাম্পিয়ন, আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের সঙ্গেও কিন্তু নয়। দেখুন পাকিস্তান দলকে এখন কীভাবে এবং কোন পর্যায়ে গিয়ে ট্রিট করে। লজ্জার কথা শুধু এটুকুই বলবো, আর কিছু বলবো না।'
প্রথম দুই ম্যাচ থেকে শেষ ম্যাচের কম্বিনেশন নিয়ে কামরান বলেন, 'প্রথম ম্যাচেই লেফট এবং রাইট হ্যান্ডেড কম্বিনেশন বানানো উচিৎ ছিল। আপনি ফখর ও সাইমকে একসঙ্গে খেলিয়ে তাদেরকে ও তাদের স্পিনারদের সুযোগ দিয়েছেন। আপনি যদি শাহিবজাদা ফারহানকে খেলাতেন তাহলে হয়তো বাংলাদেশের স্পিনাররা পাকিস্তানের ব্যাটারদের এত বিপদে ফেলতে পারতো না। তখন কম্বিনেশনও ভালো হতো।'
Comments