ডি ভিলিয়ার্সের সর্বকালের সেরা একাদশে জায়গা পেলেন যারা

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স তার সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেছেন, যেখানে জায়গা পেয়েছেন অনেক কিংবদন্তি ক্রিকেটার, তবে অবাক করা বিষয় হলো এই তালিকায় স্থান পাননি শচীন টেন্ডুলকার।
বর্তমানে চলমান 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ২০২৫'-এ দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স দলের নেতৃত্ব দিচ্ছেন ডি ভিলিয়ার্স এবং সেখানে তিনি তার অলটাইম একাদশ বেছে নিয়েছেন।
ডি ভিলিয়ার্সের সর্বকালের সেরা একাদশে ওপেনিংয়ে রয়েছেন গ্রায়েম স্মিথ ও ম্যাথু হেইডেন। তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এরপর, আধুনিক ক্রিকেটের তিন স্তম্ভ—বিরাট কোহলি, স্টিভ স্মিথ, এবং কেন উইলিয়ামসন রয়েছেন মিডল অর্ডারে।
উইকেটরক্ষক হিসেবে মাহেন্দ্র সিং ধোনি সাত নম্বরে স্থান পেয়েছেন। বোলিং আক্রমণে আছেন মিচেল জনসন, মোহাম্মদ আসিফ, এবং কিংবদন্তি দুই স্পিনার মুথাইয়া মুরালিধরন ও শেন ওয়ার্ন। অলরাউন্ডার হিসেবে কাউকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডি ভিলিয়ার্স তবে বিশেষজ্ঞ বোলার হিসেবে মাত্র চারজনকে রেখেছেন। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রাকেও রাখা হয়েছে বারো নাম্বার খেলোয়াড় হিসেবে। চমকপ্রদ বিষয় হলো, এই একাদশে ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের কোন খেলোয়াড় জায়গা পাননি।
এবি ডি ভিলিয়ার্সের সর্বকালের সেরা একাদশ:
গ্রায়েম স্মিথ, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, এমএস ধোনি (উইকেটরক্ষক), মিচেল জনসন, মোহাম্মদ আসিফ, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন।
Comments