বিপিএলেও এর থেকে ভালো উইকেট হয়ঃ ফাহিম আশরাফ

প্রথম ম্যাচে হারের পর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন পাকিস্তানের কোচ মাইক হেসন। এবার, দ্বিতীয় ম্যাচেও পরাজয়ের পর পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ মিরপুরের উইকেটকে প্রশ্নবিদ্ধ করেছেন। এমনকি তিনি দাবি করেছেন, বিপিএলে এই উইকেটের থেকে অনেক ভালো উইকেট তৈরি করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ রানের নাটকীয় জয় পায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে জাকের আলী অনিকের অর্ধশতকে ভর করে বাংলাদেশ ১৩৩ রান সংগ্রহ করে। পাকিস্তান যখন মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায়, তখন ফাহিম আশরাফের ৩২ বলে ৫১ রানের ইনিংসের সুবাদে পাকিস্তান কিছুটা ফিরে আসে। তবে শেষ পর্যন্ত ১২৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান এবং ৮ রানে পরাজয় বরণ করে।
এ পরাজয়ের পর মিরপুরের উইকেট নিয়ে ফাহিম আশরাফ বলেন,'বিপিএল ডিসেম্বর-জানুয়ারিতে হয়, তখন ঠান্ডা থাকে, এখন গরম বেশি। পিচ এখন পুরোপুরি ভিন্ন। বিপিএলে শুরুর দিকে অত বেশি স্পিন হয় না, উইকেটে ঘাস থাকে, ভালো ব্যাটিং উইকেট থাকে। কিন্তু এখন এখানে পিচ অনেক নরম।' ফাহিম আরো বলেন,'বিপিএলে খেলেছি এবং সেখানে উইকেট অনেক ভালো হয়। বিপিএলের উইকেট মিরপুরের এই উইকেটের চেয়ে অনেক ভালো।'
ব্যাট হাতে পাকিস্তানের টপ অর্ডারের ব্যর্থতার পর ফাহিম একাই প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তিনি বলেন,'সুযোগ পেলে আমি চেষ্টা করেছি রান নিয়ে নেয়ার। নিজের প্ল্যান অনুযায়ী খেলতে চেয়েছিলাম, যেমন—এই বোলারের ওভারে কত রান নিব, পরের ওভারে কত নিব।'
তবে শেষ পর্যন্ত রিশাদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরতে হয় ফাহিমকে।
এদিকে, উইকেট নিয়ে বিভিন্ন কথা বললেও জাকের আলী অনিকের প্রশংসা করেছেন ফাহিম আশরাফ। তিনি বলেন,'পাকিস্তান ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যায়। আগের ম্যাচে আমরা পিচ ভালোভাবে বুঝেছি। আজকেও পিচ কাছাকাছি ছিল। তারা (বাংলাদেশ) ভালো ব্যাট করেছে, বিশেষ করে জাকের আলী। আজকে আমি ব্যাট হাতে পার্থক্য গড়তে চেয়েছিলাম, কিন্তু তা করতে পারিনি। তবে ম্যাচে জুটি গড়লে ম্যাচ হাতে চলে আসতো।'
Comments