ট্রফিতে শচীনের সঙ্গে নিজের নাম থাকায় খুশি অ্যান্ডারসন

ইংল্যান্ডে গিয়ে ভারত পাঁচ ম্যাচের যে টেস্ট সিরিজটা খেলে, এতদিন সেটার নাম ছিল ম্যাক পতৌদি ট্রফি। ইংল্যান্ড ও ভারতের হয়ে খেলা ইফতিখার আলী ও তার পুত্র মনসুর আলীর সম্মানে ২০০৭ সালে এর প্রতিষ্ঠা হয়। চলমান সিরিজ থেকে প্রতিযোগিতাটির নাম বদলে দেওয়া হয়েছে।
ম্যাক পতৌদি ট্রফির নতুন নাম অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি। ২০ জুন সিরিজ শুরু হওয়ার আগের দিন দুই কিংবদন্তি ট্রফি উন্মোচন করেন। যার তিনটি টেস্ট এরইমধ্যে হয়ে গেছে। লিডসে জেতা ইংল্যান্ড এজবাস্টনে হারলেও লর্ডসে গিয়ে সিরিজে এগিয়েই রয়েছে। চতুর্থ টেস্ট শুরু হবে আগামী বুধবার (২৩ জুলাই)।
এই সিরিজের নামকরণ নিয়ে এখনও ঘোরের মধ্যে অ্যান্ডারসন। ৩৪ হাজার রানের মালিক শচীনের নামের পাশেই যে তার নাম, সেটি এখনও বিশ্বাস হতে চায় না তার। স্কাই স্পোর্টসকে ১৮৮ টেস্ট খেলা পেসার বলেন, 'আমার তো মনে হয়, আমি শচীনের পাশে ট্রফি নিয়ে পোজ দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নই। মানে ওই জায়গায় হয়তো আমার থাকার কথা নয়। কারণ তাকে অনেক উঁচুতে স্থান দিয়েছি।'
Comments