ইতালির ক্লাবে পাড়ি জমালেন মদ্রিচ

দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে এসি মিলানে যোগ দিলেন লুকা মদ্রিচ। ৩৯ বছর বয়সী এই ক্রোয়াট মিডফিল্ডারের সঙ্গে এক বছরের চুক্তির ঘোষণা দিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। সোমবার (১৪ জুলাই) নিজেদের সামাজিকমাধ্যমে এক ভিডিওবার্তায় আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে এসি মিলান।
ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে মদ্রিচ বলেন,'এখানে এসে আমি খুবই খুশি। নতুন এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। আমাদের সামনে কথা বলার অনেক সময় থাকবে।' ইতোমধ্যেই বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল, রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন মদ্রিচ। কিছুদিন আগে এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে জানান, মদ্রিচ মৌখিকভাবে তাদের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছেন।
এই গুঞ্জন সত্যি হয় চলতি বছরের ক্লাব বিশ্বকাপ শেষে। পিএসজির কাছে সেমিফাইনালে ৪-০ গোলে হারের মাধ্যমে রিয়াল মাদ্রিদের যাত্রা থামে। সেই ম্যাচই ছিল লুকা মদ্রিচের রিয়াল জার্সিতে শেষ ম্যাচ।
রিয়ালের হয়ে ১৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে মদ্রিচ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্লাব ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে। ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে যোগ দিয়ে তিনি রিয়ালের জার্সিতে জিতেছেন ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি।
Comments