প্রত্যাবর্তনের ম্যাচে ঝলক দেখিয়েছেন শামীম

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৮৩ রানের বড় জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে টাইগাররা। বাংলাদেশের প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন শামীম পাটোয়ারী
আগে ব্যাট করতে নেমে ১৭৭ রানের বড় পুঁজি পেয়েছিল বাংলাদেশ। শেষ দিকে ২৭ বলে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন শামীম। জবাব দিতে নামা লঙ্কানদের প্রথম উইকেট ছিল রান আউট। সিরিজজুড়ে দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিসকে দারুণ এক থ্রোতে রান আউট করেছেন শামীম। বোলারদের বোলিং নৈপুণ্যে মাত্র ৯৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশ তুলে নিয়েছে ৮৩ রানের রাজকীয় এক জয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং প্ল্যান নিয়ে শামীম বলেন, 'আমি ব্যাটিংয়ে গেলে সবসময় আমার প্ল্যান থাকে ইতিবাচক থাকার। রিস্ক নিতেই হবে কারও না কারও। তো আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে রিস্কটা নিয়ে ফেলি। এবিডির (এবি ডি ভিলিয়ার্স) ব্যাটিং পছন্দ করি সবসময়। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। এই টি-টোয়েন্টি খেলাটাই যত বেশি ইতিবাচক থাকব আমি মনে করে তত ভালো।'
শামীম ছাড়া ছন্দে ফিরেছেন অধিনায়ক লিটনও। তার ৭৬ রানের ইনিংস নিয়ে শামীম বলেন, 'তা তো অবশ্যই (লিটনের রানে ফেরা স্বস্তির)। লিটনদা অনেক ভালো ব্যাটিং করেছে। অনেক টার্নিং একটা পয়েন্ট। শুরুটা ভালো করতে পেরেছি বলেই শেষে ভালো ফিনিশিং দিতে পেরেছি আমরা। এটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি। আসলে তখন মাঝেমধ্যে গেইম একটু স্লো করতে হয়। একটা ভালো জুটি দরকার ছিল। যেহেতু শেষে আমাদের ভালো ব্যাটার আছে, ফলে আমরা এটা শেষে কাভার করতে পারব ইজিলি। এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। হৃদয় এবং লিটন দাসের ইনিংসটা।'
Comments