বিগ ম্যাচে বায়ার্ন-পিএসজি ও হাইভোল্টেজ ম্যাচে রিয়াল-বরুশিয়া মুখোমুখি

আজ মাঠে গড়াচ্ছে দুই কোয়ার্টার ফাইনাল। ভিন্ন ম্যাচে নামছে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। রাত ১০টায় বিগ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি। আর রাত দুইটায় লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ জার্মান প্রতিনিধি বরুশিয়া ডর্টমুন্ড।
ক্লাব বিশ্বকাপ হলেও, নামের ভারে বিগ ম্যাচ আর হাইভোল্টেজ লড়াইয়ের উত্তাপ মেলেনি এতোদিন। নক আউটে সে আক্ষেপ মেটাতে প্রস্তুত পিএসজি-বায়ার্ন দ্বৈরথ।
গ্রুপ পর্বে বোতাফোগোর কাছে হারের ধকল কাটিয়ে চেনা রূপে ফিরেছে পিএসজি। শেষ ম্যাচে মেসির ইন্টার মায়ামিকে উড়িয়ে দিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তবে প্রতিপক্ষ হিসেবে বায়ার্ন আর মায়ামি যে এক নয় তা ভালোই জানা লুইস এনরিকের। যদিও স্বস্তির খবর, পুরো ম্যাচ খেলতে প্রস্তুত দলের প্রাণভোমরা উসমান দেম্বেলে।
সেরা একাদশ খুঁজে নেয়াই চ্যালেঞ্জ বায়ার্নের। গ্যালাসারেতে যোগ দিতে ক্লাব ছেড়েছেন লেরস সানে আর ইনজুরিতে আলেফনসো ডেভিস। তবে শেষ ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেও দুশ্চিন্তামুক্ত কিংসলে কোম্যান। পিএসজির কাছে হারলে বায়ার্নের জার্সিতে এটাই হবে থমাস মুলারের শেষ ম্যাচ। যদিও দু'দলের শেষ ৪ দেখায় শতভাগ জয় বাভারিয়ানদের।
অন্যদিকে পরিসংখ্যানে এগিয়ে থেকে শেষ আটে নামছে রিয়াল মাদ্রিদও। প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শেষ চার দেখায় প্রতিবারই জিতেছে লস ব্লাঙ্কোস।
জাবি আলোনসোর অধীনে ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে স্প্যানিশ জায়ান্টরা। যদিও শেষ ষোলতে জুভেন্টাসকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। তবে স্বস্তির খবর, শতভাগ ফিট হয়ে পুরো ম্যাচ খেলতে প্রস্তুত কিলিয়ান এমবাপ্পে।
সম্ভাবনা তৈরি হলেও পেশাদার ক্যারিয়ারের প্রতিপক্ষ হিসেবে খেলা হচ্ছে না বেলিংহ্যাম ব্রাদার্সের। রিয়ালের হয়ে জুড খেলতে পারলেও কার্ড জটিলতায় এ ম্যাচ মিস করবেন ডর্টমুন্ডের জুভ।
Comments