ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ জেনে নিন

শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর পর্ব। যেখান থেকে আটটি দল জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। আগামী শুক্রবার (৪ জুলাই) রাত থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের লড়াই। প্রথম কোয়ার্টার ফাইনালেই মাঠে নামবে ম্যান সিটিকে হারিয়ে শেষ আট নিশ্চিত করা সৌদি আরবের ক্লাব আল-হিলাল, প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।
গতকাল (১ জুলাই) রাতে অনুষ্ঠিত সুপার সিক্সটিনের ম্যাচে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ক্লাব বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, আজ (বুধবার) সকালে মেক্সিকান ক্লাব মন্টেরিকে ২-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে ওঠে জার্মান জায়ান্ট বুরুশিয়া ডর্টমুন্ড।
গতকাল (১ জুলাই) রাতে অনুষ্ঠিত সুপার সিক্সটিনের ম্যাচে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ক্লাব বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, আজ (বুধবার) সকালে মেক্সিকান ক্লাব মন্টেরিকে ২-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে ওঠে জার্মান জায়ান্ট বুরুশিয়া ডর্টমুন্ড।
আগামী শুক্রবার (৪ জুলাই) রাত ১টায় ফ্লুমিনেন্সের বিপক্ষে মাঠে নামবে আল-হিলাল। পরদিন (৫ জুলাই) সকাল ৭টায় পালমেইরাসের বিপক্ষে খেলবে ইংলিশ ক্লাব চেলসি। এরপর রাত ১০টায় অনুষ্ঠিত হবে সবচেয়ে কোইয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি। আর রাত ২টায় শেষ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ডর্টমুন্ড।
এই চার ম্যাচের জয়ীরা সেমিফাইনালে উন্নীত হবে। সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ জুলাই। আর ১৪ জুলাই নির্ধারিত হবে নতুন ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন।
এদিকে এবারের আসরে এরইমধ্যে বিদায় নিয়েছে বেশ কয়েকটি বড় দল। শেষ ষোলো থেকেই ছিটকে গেছে ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটির মতো হেভিওয়েট দল। এমনকি লিওনেল মেসির দল ইন্টার মায়ামিও পারেনি নিজেদের জায়গা ধরে রাখতে।
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি
৪ জুলাই > আল হিলাল-ফ্লুমিনেন্স (রাত ১টা)
৫ জুলাই > চেলসি-পালমেইরাস (সকাল ৭টা)
৫ জুলাই > পিএসজি-বায়ার্ন মিউনিখ (রাত ১০টা)
৫ জুলাই > বরুসিয়া ডর্টমুন্ড-রিয়াল মাদ্রিদ (রাত ১টা)
Comments