গ্রীন ডেল্টায় নাসিরউদ্দিন আহমেদ চৌধুরীর ৯১তম জন্মদিন উদযাপন
বীমা খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অগ্রদূত এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন আহমেদ চৌধুরীর ৯১তম জন্মদিন উদযাপন করেছে গ্রীন ডেল্টা পরিবার।
রবিবার রাজধানীর মহাখালীতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নাসির চৌধুরীকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে তিনি দীর্ঘ বীমা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, জীবনের প্রতিটি পর্যায়ে তিনি সাহস, সততা ও নিষ্ঠার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। নতুন প্রজন্মের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আত্মবিশ্বাস ও উদ্দীপনা নিয়ে কাজ করলে সাফল্য অর্জন সম্ভব।
অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী বলেন, এ দিনটি শুধু জন্মদিন উদযাপন নয়; কর্পোরেট সুশাসন, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের প্রতিও সম্মান প্রদর্শন। তিনি নাসির চৌধুরীর নেতৃত্বকে দেশের বীমা শিল্পে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
এ সময় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা নাসির চৌধুরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করেন। বিভিন্ন বিভাগ ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Comments