৯১ টি দেশের ২৬৭ টি চলচ্চিত্র নিয়ে শুরু হচ্ছে ডিআইএফএফ-এর ২৪তম আসর
আগামী ১০ জানুয়ারি রাজধানীতে পর্দা উঠছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ডিআইএফএফ)। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। 'নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ'—এই স্লোগান সামনে রেখে উৎসবের সব প্রস্তুতিই এখন শেষ পর্যায়ে।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানিয়েছেন, এবার মোট ৯১টি দেশের পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে প্রায় ২৬৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশের পক্ষ থেকেও থাকবে অর্ধশতাধিক সিনেমা।
বাংলাদেশ প্যানোরমা বিভাগে আট চলচ্চিত্র
সংবাদপত্র
ডিআইএফএফ-এর মূল প্রতিযোগিতা বিভাগ 'বাংলাদেশ প্যানোরমা'তে এ বছর নির্বাচিত হয়েছে আটটি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে—
- 'যাপিত জীবন' (হাবিবুর ইসলাম হাবিব)
- 'নয়া মানুষ' (সোহেল রানা বয়াতি)
- 'দ্য স্টোরি অব আ রক' (জ্যাক মির)
- 'উড়াল' (জোবাইদুর রহমান)
- 'ধামের গান' (বিপ্লব কুমার পাল বিপু)
- 'নয়া নোট' (অনন্য প্রতীক চৌধুরী)
- 'আগন্তুক' (সুমন ধর)
- 'এখানে রাজনৈতিক আলাপ জরুরি' (আহমেদ হাসান সানি)
আয়োজকদের ভাষায়, চলচ্চিত্র নির্বাচন, সময়সূচি তৈরি ও ভেন্যু প্রস্তুত—সব কাজই এখন গুছিয়ে আনা হয়েছে।
১০টি বিভাগে বৈচিত্র্যময় প্রদর্শনী
প্রতি বছরের মতো এবারও উৎসবে থাকছে চলচ্চিত্রের বিভিন্ন রীতির ওপর ভিত্তি করে ১০টি বিভাগ। সেগুলো হলো—
এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেক্টিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, উইমেন ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস ও স্পিরিচুয়াল ফিল্মস।
তিন ভেন্যুতে প্রদর্শনী
উৎসব অনুষ্ঠিত হবে রাজধানীর তিনটি ভেন্যুতে—
- বাংলাদেশ শিল্পকলা একাডেমি
- জাতীয় জাদুঘর মিলনায়তন
- আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন
চীনা চলচ্চিত্রের বিশেষ আয়োজন
বিগত দুই বছরের মতো চীনা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন থাকবে এবারের উৎসবেও। এছাড়া আরোও থাকছে চিত্রপ্রদর্শনী (৯-১৭ জানুয়ারি ২০২৬), যা অনুষ্ঠিত হবে বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের থ্রিডি আর্ট গ্যালারিতে। এই এক্সিবিশনে কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্পী লুতফা মাহমুদা। পেইন্টিং এক্সিবিশনে অংশগ্রহণকারী শিল্পীদের নামের তালিকা ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেইসবুক পেইজে খুব দ্রুত ঘোষণা করা হবে।
এছাড়াও, চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে DIFF-এর জনপ্রিয় মাস্টারক্লাস। পূর্বে মাজিদ মাজিদি, অঞ্জন দত্ত, ড. শি চুয়ান এবং রাশেদ জামানের মতো খ্যাতিমান ব্যক্তিত্বরা এই আয়োজনে অংশ নিয়েছেন। ২০২৬ সালের মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি, এবং খুব শিগগিরই আমন্ত্রিত অতিথিদের নাম ঘোষণা করা হবে।
দীর্ঘ তিন দশকের ঐতিহ্য
১৯৯২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে আসছে রেইনবো চলচ্চিত্র সংসদ। এ বছরও সেই ঐতিহ্য ধরে রেখে নতুন ভার, নতুন বৈচিত্র্য নিয়ে আসরে অংশ নিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্রকাররা।
Comments