চোখে মেকআপ ব্যবহারে হতে পারে যেসব বিপদ

চোখের সৌন্দর্য বাড়াতে অনেকেই নিয়মিত কাজল, আইলাইনার, মাসকারা কিংবা আইশ্যাডো ব্যবহার করেন। তবে প্রতিদিনের এই মেকআপ অভ্যাসই অজান্তে আপনার চোখের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এমনটাই বলছেন চেন্নাইয়ের এসআরএম গ্লোবাল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও চক্ষু বিশেষজ্ঞ ডা. ভেঙ্কটেশন সি। বিষয়টি নিয়ে ডা. ভেঙ্কটেশন সি বলেন, প্রায় সময় নারীরা চোখ লাল হয়ে যাওয়া, চুলকানি, চোখে জ্বালাপোড়া কিংবা দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার মতো সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে আসেন। অথচ অধিকাংশ সময়েই তারা বুঝতেই পারেন না যে, সমস্যার মূলে রয়েছে তাদের প্রতিদিনের মেকআপ ব্যবহারের অভ্যাস। চোখে মেকআপ ব্যবহার করে যেসব সমস্যায় পড়তে পারেন
১. স্টাই বা চোখে ফোঁড়া: চোখের পাতার গোড়ায় ব্যথাযুক্ত লাল ফোঁড়া হতে পারে। এটি মূলত মেকআপ ঠিকমতো না ধোওয়া, মুখ না ধোয়া বা অয়েল গ্ল্যান্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়।
২. কনজাঙ্কটিভাইটিস: পুরোনো বা দূষিত মেকআপ ব্যবহার করলে ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণের মাধ্যমে চোখে প্রদাহ, চোখ লাল হয়ে যাওয়া ও চুলকানি হতে পারে।
৩. ড্রাই আই সিনড্রোম: চোখের পানি বা অশ্রু উৎপাদন ব্যাহত হলে চোখ শুষ্ক হয়ে যায়। মেকআপের ক্ষুদ্র কণা চোখের মেইবোমিয়ান গ্রন্থি বন্ধ করে দিয়ে এই সমস্যা তৈরি করতে পারে।
৪. অ্যালার্জিক প্রতিক্রিয়া: চোখের চারপাশে লালভাব, চুলকানি, ফোলা বা অস্বস্তি হতে পারে। অনেক সময় আইলাইনার, গ্লিটার, ল্যাশ গ্লু কিংবা কৃত্রিম চোখের পাতা থেকেও দীর্ঘমেয়াদি অ্যালার্জি হয়।
৫. চুলকানি ও চোখে ঘষাঘষি: ওয়াটারপ্রুফ মেকআপ সহজে না উঠায় অনেক সময় চোখে ঘষাঘষি করতে হয়। এতে চোখের পাতার ফোলিকল ক্ষতিগ্রস্ত হয় এবং চোখে জ্বালাপোড়া হতে পারে।
৬. চোখের পাতা ভেঙে যাওয়া: প্রতিনিয়ত মাসকারা ব্যবহার, অতিরিক্ত কার্লার প্রয়োগ বা হিট দেয়া থেকে চোখের পাতা দুর্বল হয়ে পড়ে এবং ভেঙে যায়।
৭. দৃষ্টিশক্তির পরিবর্তন: কিছু ক্ষেত্রে মেকআপের রাসায়নিক উপাদান সরাসরি চোখে প্রবেশ করে অস্থায়ী বা দীর্ঘস্থায়ীভাবে দৃষ্টিশক্তি ঝাপসা করতে পারে।
চোখের মেকআপ ব্যবহারে যেভাবে নিরাপদ থাকবেনঃ
> কখনোই ওয়াটারলাইন বা চোখের ভেতরের কোনায় মেকআপ ব্যবহার করবেন না।
> চোখের মেকআপ তোলার জন্য অয়েল বেসড বা ওয়াটার বেসড রিমুভার ব্যবহার করুন।
> ৩ মাস পরপর মেকআপ প্রোডাক্ট পরিবর্তন করুন।
> অন্যের সঙ্গে, এমনকি কাছের বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যের সঙ্গেও চোখের মেকআপ শেয়ার করবেন না।
> ব্যবহার করা ব্রাশ বা অ্যাপ্লিকেটর নিয়মিত পরিষ্কার করুন।
> 'অর্গানিক' বা 'ন্যাচারাল' লেখা থাকলেও মেকআপের উপাদান ভালোভাবে যাচাই করে নিন।
নিয়মিত চোখের মেকআপ আমাদের সৌন্দর্য বাড়ালেও, তা যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় কিংবা পরিচ্ছন্নতা বজায় না রাখা হয়, তাহলে তা চোখের জন্য ভয়ানক ক্ষতির কারণ হতে পারে। সংক্রমণ, শুষ্কতা, অ্যালার্জি থেকে শুরু করে দৃষ্টিশক্তির সমস্যাও দেখা দিতে পারে। তাই চোখের যত্নে সাবধানতা অত্যন্ত জরুরি। মানসম্মত প্রসাধনী ব্যবহার, সময়মতো পরিবর্তন, এবং প্রতিদিন ঘুমের আগে ভালোভাবে মেকআপ তুলে ফেলা এই সহজ অভ্যাসগুলোই চোখকে রাখতে পারে সুস্থ ও নিরাপদ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
Comments