যেসব অ্যান্ড্রয়েন ফোনে কাজ করবে না ক্রোম ব্রাউজার

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে ১০.০ সংস্করণের নিচের অ্যান্ড্রয়েড সংস্করণ ফোনগুলোয় আপডেট ক্রোম ব্রাউজার ব্যবহারের সুযোগ থাকছে না। নির্ধারিত সময়ের পর ব্রাউজারটি আপডেট করা যাবে না। বিশ্বজুড়ে আনুমানিক অন্তত ৩০ কোটি ডিভাইসকে প্রভাবিত করবে ক্রোম ব্রাউজারের এই সিদ্ধান্ত।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ আগস্ট থেকে বিশ্বজুড়ে ক্রোম ব্রাউজারের নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে। আপডেট কাট-অফটি ক্রোম সংস্করণ ১৩৯ রিলিজের সঙ্গে মিল হওয়ায়, সবশেষ বৈশিষ্ট্য ও সুরক্ষা বর্ধিতকরণ অ্যাক্সেসের জন্য অ্যান্ড্রয়েড ১০ বা এরও উচ্চতর সংস্করণের প্রয়োজন হবে।
তবে ক্রোমের পুরোনো সংস্করণগুলো এখনো অ্যান্ড্রয়েড ৮ (Oreo) এবং অ্যান্ড্রয়েড ৯ (Pie) সংস্করণের ডিভাইসগুলোয় কাজ করবে। কিন্তু এসব সংস্করণের ফোনগুলো আর প্রয়োজনীয় সুরক্ষা আপডেট পাবে না। ফলে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে পড়বেন ব্যবহারকারীরা।
কেন এটি গুরুত্বপূর্ণ:
নিয়মিত সিকিউরিটি না থাকলে পুরোনো ডিভাইসগুলো সাইবার অপরাধীদের প্রধান টার্গেটে পরিণত হয়। এ কারণে গুগল প্রায়ই বিভিন্ন দুর্বল বিষয়গুলো সমাধানের জন্য ক্রোম ব্রাউজারে আপডেট জারি করে। এই আপডেট করতে ব্যর্থ হলে পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো চেনা-অচেনা বিভিন্ন সংক্রমণের হুমকির ঝুঁকিতে থাকে।
কেন অ্যান্ড্রয়েড ৮ ও ৯ এর জন্য সাপোর্ট বন্ধ হচ্ছে:
বিশ্বজুড়ে প্রায় ১০ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসে এখনো অ্যান্ড্রয়েড ৮.০ ও ৯.০ পুরোনো সংস্করণ এবং আধুনিক নিরাপত্তা মান পূরণ করতে অক্ষম। ২০২৩ সালে গুগলের অ্যান্ড্রয়েড ৭.০ নৌগাটের জন্য এর সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্তের পররপরই এই সিদ্ধান্ত নেয়া হয়।
ক্রোম সাপোর্ট ম্যানেজার এলেন টি. জানান, ক্রোম ১৩৮ হচ্ছে সবশেষ সংস্করণ, যা অ্যান্ড্রয়েড ৮.০ ও ৯.০-তে সাপোর্ট করবে। তবে এর আপডেট সংস্করণ ব্যবহারের জন্য অবশ্যই অ্যান্ড্রয়েড ১০.০ বা এর পরবর্তী সংস্করণে আপগ্রেড করতে হবে ফোন।
Comments