সুনামগঞ্জে মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র ও মাদক উদ্ধার
সুনামগঞ্জ মধ্যরাতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ১১ টায় সদর মডেল থানা ও যৌথ বাহিনীর একটি বিশেষ দল গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর ব্রিজের নিচে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে যৌথ বাহিনী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানা ও যৌথ বাহিনীর একটি বিশেষ দল গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, যৌথ বাহিনীর অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Comments