মাদারীপুরে রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান
লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর নির্বাচনি জনসভায় হামলার ঘটনার পর দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, দেশের স্বপ্নের সুষ্ঠু নির্বাচন প্রশ্নের মুখে পড়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রামগতি উপজেলা সদরে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি বলেন, ড. ইউনুস সাহেব বলেছেন, আপনি সবচেয়ে সেরা নির্বাচন উপহার দেবেন। একটি সুষ্ঠু নির্বাচন হবে—আমরা সেই স্বপ্নকে সাধুবাদ জানাই। কিন্তু রামগতির এ ঘটনা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তাহলে সেই স্বপ্ন কখনো বাস্তবে রূপ নেবে না।
তিনি আরও বলেন, যদি একটি সুন্দর নির্বাচন করতে হয়, যদি ক্ষমতা সুষ্ঠুভাবে হস্তান্তর করতে হয়, যদি গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে হয়, তাহলে এই ধরনের সহিংসতার অবসান হওয়া দরকার। এটি কোনো আমলা যুদ্ধ নয়, বা যার যা ইচ্ছা তাই করার জায়গা নয়। এখানে মানুষের অধিকার, ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
রামগতিতে জেএসডির জনসভায় অংশ নিতে আসা নেতাকর্মীদের ওপর হামলায় গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ নিয়ে নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন জেএসডি নেতারা। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Comments