রামগতিতে জেএসডির নির্বাচনি জনসভায় যাওয়ার পথে হামলা: গুলিবিদ্ধ ২, আহত অন্তত ১৫
লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভায় অংশ নিতে আসার পথে নেতাকর্মীদের ওপর একাধিক স্থানে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে অন্তত ১৬টি মাইক্রোবাস।সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে এই হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আব্দুল মান্নানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন চরপোড়াগাছা ইউনিয়ন জেএসডি ছাত্রলীগ নেতা মো. ফয়সাল, ইবনে হাছান মোহন, চররমিজ ইউনিয়নের হাসানসহ আরও অন্তত ১২ জন।
জানা যায়, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের* জেএসডির প্রার্থীকে কেন্দ্র করে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভার আয়োজন করা হয়। সেই সভায় অংশ নিতে যাওয়ার সময় পথে পথে নেতাকর্মীদের বহনকারী যানবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেএসডি সহ-সভাপতি তানিয়া রব ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে হামলাকারীদের প্রকাশ্যে বিচারের ঘোষণা দেন।
জেএসডির রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু বলেন, বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বিএম আশরাফ উদ্দিন নিজানের অনুসারীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Comments