গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা? এলাকা জুড়ে চাঞ্চল্য
শিমুল অধিকারী সুমন, চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলায় সানজিদা বেগম (৩৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে 'হত্যা' নাকি 'আত্মহত্যা' তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। নিহত সানজিদার ভাই-বোনসহ পরিবারের সদস্যরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে সুষ্ঠু বিচার চেয়েছেন। অন্যদিকে, নিহতের স্বামী নিজেকে নির্দোষ দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন।
ঘটনাটি ঘটে গত ২৯ নভেম্বর, শনিবার হাইমচর উপজেলার দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব চর কৃষ্ণপুর গ্রামের তপাদার বাড়িতে। নিহত সানজিদা ওই গ্রামের হুমায়ুন তপাদারের স্ত্রী এবং একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুল খালেক গাজী ও ফাতেমা বেগম দম্পতির তৃতীয় সন্তান।
নিহতের পরিবার ও প্রতিবেশীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে মানববন্ধন করেছেন। মানববন্ধনে উপস্থিত ইব্রাহীম খলিল ভুইয়া, ইকরাম গাজী, কুদ্দুস বেপারী, আবদুল রসিদ গাজী, মালেকা বেগম, মরিয়ম বেগম, পারভীন বেগমসহ অনেকে জোর দাবি জানিয়ে বলেন যে, সানজিদাকে হত্যা করা হয়েছে।
নিহতের ভাই ইমাম হোসেন গাজী মানববন্ধনে জানান, তিনি বোনের সুখের সংসারের জন্য প্রায়ই টাকা-পয়সা দিয়ে সহযোগিতা করতেন। তিনি আরও বলেন, মৃত্যুর আগের দিন তার বোন একটি অডিও বার্তা পাঠান। সেই অডিওতে সানজিদা তার প্রতি গায়ে হাত তোলাসহ নানা অভিযোগের কথা জানিয়েছিলেন।
নিহত সানজিদা ও হুমায়ুন দম্পতির লামিয়া (১২) ও সামিয়া (৭) নামের দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে লামিয়া একটি ভিডিও বার্তায় জানিয়েছে, তাদের পরিবারে প্রায় সময়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সে তার চাচা-চাচিদের এই ঘটনার সাথে সংশ্লিষ্ট হতে পারে বলে দোষারোপ করে। লামিয়া তার মায়ের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের কঠোর বিচার দাবি করেছে।
নিহতের স্বামী হুমায়ুন তপাদার পেশায় একজন ব্যবসায়ী। তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। খবর পেয়ে বাড়িতে ফিরে দেখেন তার স্ত্রীর মরদেহ ফ্যানের সাথে ঝুলে আছে। তিনি হত্যা বা আত্মহত্যা যাই হোক না কেন, এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন।
এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী এবং নিহতের স্বজনরা দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই রহস্যজনক মৃত্যুর পেছনের আসল ঘটনা উদঘাটনের জোর দাবি জানিয়েছেন।
Comments