গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা (৩৫) নামের রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রিক্সা চালক আবির সাহা গোপালগঞ্জ পৌর এলাকার সাহাপাড়া এলাকার গৌর সাহার ছেলে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, দুপুরে ওই এলাকার একটি বাগানের মধ্যে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো জানান, মরদেহের হাত ও মুখ বাঁধা ছিলো। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল কারন জানা যাবে। পুলিশ ইতিমধ্যে তদন্ত করু করেছে।
Comments