ফরিদপুরে দোকানে অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য, নকল কসমেটিকস জব্দ, জরিমানা ২৫ হাজার টাকা
ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম এবং নকল কসমেটিকস সামগ্রী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিঁয়াজখালী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে এসব অপরাধ প্রমাণিত হওয়ায় দোকান মালিককে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে তিনি বলেন, "পিঁয়াজখালী বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে আমরা প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিএসটিআই নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম এবং নকল কসমেটিকস সামগ্রী জব্দ করি। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য বিক্রির অপরাধে দোকান মালিককে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।"
জনস্বার্থ রক্ষায় এবং ভেজাল ও মানহীন পণ্য বিক্রি বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Comments