বাহরাইনে প্রবাসী ভোটারদের ফেরৎ খাম জমার সময়সীমা বৃদ্ধি
বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ভোটারদের জন্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালটের ফেরৎ খাম (হলুদ খাম) জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে বাহরাইন পোস্ট। মানামাস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমার নতুন সময়সীমা: যে সকল প্রবাসী বাংলাদেশী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন কিন্তু এখনও ফেরৎ খাম জমা দিতে পারেননি, তারা ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিকটস্থ পোস্ট অফিসের "এয়ার মেইল" বক্সে তাদের খাম জমা দিতে পারবেন।
ছুটির দিনে বিশেষ সুবিধা: প্রবাসী ভাই-বোনদের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনেও খাম জমার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) এবং ৩১ জানুয়ারি (শনিবার) ২০২৬ তারিখে বাহরাইনের মোট ১২টি পোস্ট অফিসের মধ্যে ৯ টিতে এই খাম জমা দেওয়া যাবে। তবে উল্লেখ্য যে, মানামা, রিফা ও আদলিয়া পোস্ট অফিস এই সুবিধার আওতাভুক্ত থাকবে না। দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল প্রবাসী বাংলাদেশীকে এই বর্ধিত সময়ের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার লক্ষে দ্রুত পোস্টাল ব্যালটের খাম জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Comments