মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিক্ষা কোর্স চালুর আগ্রহ
রবিবার (২৫ জানুয়ারী) বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি (এমএনইউ)-এর উপাচার্য ড. আয়শাত শেহনাজ আদামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক বিনিময় ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
এমএনইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ডিন ও বিভিন্ন একাডেমিক বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা বাংলাদেশের সঙ্গে একাডেমিক সহযোগিতায় এমএনইউ-এর আগ্রহের প্রতিফলন।
হাইকমিশনার এমএনইউ ও বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সঙ্গে চলমান যোগাযোগের কথা তুলে ধরেন। তিনি দ্রুত MoU সম্পন্নে বাংলাদেশ হাইকমিশনের পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
পর্যটন খাতের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাবনার কথাও জানান এবং এমএনইউ উপাচার্য বাংলাদেশ থেকে অতিথি শিক্ষক আমন্ত্রণ, যৌথ গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও কল্যাণ নিয়ে যৌথ গবেষণা এবং সচেতনতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে। ভবিষ্যতে যৌথ সেমিনার, শিক্ষক–শিক্ষার্থী বিনিময় এবং সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
Comments