মালদ্বীপে ওয়ার্ক পারমিট জালিয়াতির মাধ্যমে প্রবাসীদের প্রতারণা: ৬ বাংলাদেশি আটক
ওয়ার্ক পারমিট জালিয়াতির মাধ্যমে একাধিক প্রবাসীর কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মালদ্বীপ পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যম sun.mv এর বরাতে পুলিশ এক বিবৃতিতে জানায়, গ্রেপ্তারগুলো গত ডিসেম্বর মাসে করা হয়। এরা হলেন—হাবিবুর রহমান (৩৫), আফজাল হোসেন (৩১), মোহাম্মদ ইমন কাজী (৩২), মোহাম্মদ হানিফ বাপারি (৪৬), কাজী রায়হান (২২), মোহাম্মদ ইউসুফ প্রধান (৩৫)।
পুলিশের তথ্যমতে, অভিযুক্তরা মালদ্বীপে ওয়ার্ক পারমিট সংক্রান্ত আইন লঙ্ঘন করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা, ভুয়া কর্মপারমিটের আশ্বাস দিয়ে অন্যান্য বিদেশি নাগরিকদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া এবং অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্তাধীন রয়েছেন।
মোহাম্মদ ইমন কাজী, কাজী রায়হান ও মোহাম্মদ ইউসুফ প্রধানকে ২২ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। আফজাল হোসেন ও হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় ২৩ ডিসেম্বর এবং মোহাম্মদ হানিফ বাপারিকে ৩০ ডিসেম্বর আটক করা হয়।
পুলিশ জানায়, আদালত কাজী রায়হান ও মোহাম্মদ ইউসুফ প্রধানের রিমান্ড ১২ জানুয়ারি ১৫ দিন বাড়িয়েছে। মোহাম্মদ হানিফ বাপারির রিমান্ড ১৫ জানুয়ারি ১৫ দিন, মোহাম্মদ ইমন কাজীর রিমান্ড ২২ জানুয়ারি ১০ দিন এবং আফজাল হোসেন ও হাবিবুর রহমানের রিমান্ড ২৩ জানুয়ারি ১৫ দিন বাড়ানো হয়েছে।
বর্তমানে মামলাটি মালদ্বীপ পুলিশের তদন্তাধীন রয়েছে।
Comments