ইতালিতে বাংলাদেশি মায়ের বিরুদ্ধে ৫ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ
ইতালির সিসিলি অঞ্চলের কাতানিয়া শহরে এক বাংলাদেশি মায়ের বিরুদ্ধে তার ৫ মাস বয়সী শিশু কন্যাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সময়মতো পুলিশের হস্তক্ষেপে শিশুটি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে। ঘটনাটি স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।
স্থানীয় পুলিশ সূত্র জানায়, কাতানিয়ার সান ক্রিস্তোফোরো এলাকায় বসবাসরত ওই বাংলাদেশি নারী সোমবার হঠাৎ করে নিজের শিশুকে হত্যার উদ্দেশ্যে ঘরের দরজা বন্ধ করে দেন। বিষয়টি আঁচ করতে পেরে তার বোন জরুরি নম্বরে ফোন করে পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কারাবিনিয়ারি বাহিনীর একটি টহল দল।
পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশুটিকে গুরুতর ঝুঁকিপূর্ণ অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে মায়ের কাছ থেকে আলাদা করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঘটনার আগে অভিযুক্ত মা পরিবারের সদস্যদের কাছে বেশ কয়েকটি আতঙ্কজনক বার্তা পাঠিয়েছিলেন, যা থেকে তার মানসিক অস্থিরতার ইঙ্গিত পাওয়া যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মানসিক চাপ ও পারিবারিক জটিলতার কারণেই তিনি এমন চরম পদক্ষেপ নিতে পারেন।
ঘটনার পরপরই অভিযুক্ত নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তার মানসিক স্বাস্থ্য মূল্যায়নসহ আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ইতালির আইন অনুযায়ী, শিশু নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি সমাজে অভিবাসী পরিবারগুলোর মানসিক স্বাস্থ্য সহায়তা, সামাজিক নজরদারি এবং শিশু সুরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা নতুন করে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসে একাকীত্ব ও মানসিক চাপ অনেক সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয়, যা প্রতিরোধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা জরুরি।
Comments