লন্ডনে গাউসিয়া কমিটি ইউকে ও নুরে মদিনা ফাউন্ডেশন যৌথ উদ্দ্যেগে জশনে মেরাজুন্নবী মাহফিল
গাউসিয়া কমিটি ইউকে ও নুরে মদিনা ফাউন্ডেশন লন্ডনের আয়োজনে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী মাহফিল লন্ডনের ফয়জানে মদিনা মসজিদে ১৮ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়।
সহ সভাপতি আজমল করিম জুয়েল ও প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি সৈয়দ আহমদ রেজা কাদেরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নুরে মদিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শফিকুর রহমান বিপ্লবী সাহেব। পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং নাতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মুহাম্মদ নুসাইর তালুকদার, মুহাম্মদ মুক্তাদির করিম এবং মুহাম্মদ মুদাসসির করিম ।
এতে প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি ইউকের সভাপতি ও ব্রিস্টল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ ইকরাম উদ্দীন। প্রধান বক্তা পবিত্র ইসরা মেরাজ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এবং গাউসিয়া কমিটি ইউকের মানবিক কর্যক্রমে সকলকে অংশগ্রহণ করতে অনুরোধ করেন।
বিশেষ বক্তা ছিলেন হাফেজ ইয়াকুব আত্তারি এবং ওইডার কমিউনিটির হেড আমির বাট।
মাহফিলে গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রেক্ষাপট ও কার্যক্রম নিয়ে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এস,এম আবু নছর তালুকদার। করোনাকালীন, করোনা পরবর্তী ও অন্যান্য মানবিক কার্যক্রমে গাউসিয়া কমিটি বাংলাদেশ যে অসামান্য অবদান রেখেছে তার উপর একটি ডকুমেন্টারি ভিডিও আকারে উপস্থাপন করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি এস এম আবু নছর তালুকদার।
মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন লিটল ইলফোর্ড লাইনের কাউন্সিলর আকতারুল আলম। আরো বক্তব্য দেন মাওলানা, মাওলানা জিল্লুর রহমান কামালী, সৈয়দ মাহমুদ আলী লংলী, মাওলানা রিয়াজ উদ্দীন ও মাওলানা মাসুম।
উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন, মোহাম্মদ মামনুনুর রহমান, মুহাম্মদ রিদওয়ান। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ রাসেল, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ বেলাল।
সবশেষে মিলাদ দোয়া ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল শেষ হয়।
Comments