মালদ্বীপ বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত
মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী মালেতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে মালদ্বীপে অবস্থানরত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। সভা সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মো. এমরান হোসেন তালুকদার। আলোচনা সভায় বক্তব্য দেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, মো. ফারুক হোসেন, মো. আলমগীর মজুমদার ও মো. মোক্তার হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম ও মো. মাহমুদুল হাসান কালাম; সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম; প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান; দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক খন্দকার; স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান এবং অষ্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম মালদ্বীপের সাংগঠনিক সম্পাদক মো. জামাল খান।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক জীবন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান, স্বাধীনতার ঘোষণা এবং দেশের উন্নয়নে তাঁর গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদ, স্বনির্ভরতা ও গণতন্ত্রের প্রতীক হয়ে আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম জোরদার করা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Comments