মালয়েশিয়ায় সাবেক অভিবাসন কর্মকর্তা গ্রেফতার
ঘুষের বিনিময়ে বাংলাদেশীদের প্রবেশ, গ্রেফতার হলেন মালয়েশিয়ার সাবেক অভিবাসন কর্মকর্তা। বিমানবন্দরে সাবেক উপ-সহকারী অভিবাসন পরিচালক মাসত্তরা আজিজ (৪৯) তাকে ১ লাখ ৪০ হাজার রিংগিত ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার করা হয়। এই সাবেক অভিবাসন কর্মকর্তা ইমিগ্রেশনের যথাযথ নিয়ম না মেনে বাংলাদেশি নাগরিকদের অর্থের বিনিময় প্রবেশ করার সুযোগ করে দেওয়ায় অর্থ গ্রহণ করত।
সোমবার (১৯ জানুয়ারি) দেশটির দায়রা আদালতে তার বিরুদ্ধে চারটি আলাদা অভিযোগ আনা হলে সে নিজেকে নির্দোষ দাবি করে।
আদালতে পেশ করা তথ্য অনুযায়ী মাসত্তরা আজিজ ২০২৫ সালের মে মাসে বিভিন্ন দফায় এই অর্থ গ্রহণ করেন।
গত ৩ মে ২০২৫ পাঁচ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে প্রবেশের সুযোগ দিতে ১২ হাজার ৫০০ রিংগিত গ্রহণ করে।
৭ মে ২০২৫ : ১৯ জন বাংলাদেশীর জন্য ৪৭ হাজার ৫০০ রিংগিত গ্রহণ করে। ১১ মে ২০২৫: ২১ জন বাংলাদেশির প্রবেশের অনুমতি দিয়ে ৫২ হাজার ৫০০ রিংগিত গ্রহণ করে। ১৫ মে ২০২৫ : ১১ জন বাংলাদেশিকে প্রবেশের অনুমতি দিয়ে ২৭ হাজার ৫০০ রিংগিত গ্রহণ করে। এই বিষয় নিউজ প্রকাশ করেছে দেশটির একাধিক পত্রিকা।
অভিযোগ গুলো মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (এমএসিসি) অ্যাক্ট ২০০৯-এর ধারা ১৬(এ)(বি) এর অধীনে আনা হয়েছে। সাবেক এই কর্মকর্তা দোষী সাব্যস্ত হলে আইনের ২৪ ধারার অধীনে কঠোর শাস্তির বিধান রয়েছে।
আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইরনা জুলিজে মারাস, এ সময় অভিযুক্তর পক্ষে লড়ছেন আইনজীবী দাতুক গিথান রাম ভিনসেণ্ট।
তবে আসামিকে ২০ হাজার রিংগিত দিতে মুছলেকায় জামিন মঞ্জুর করেছেন। জামিনের শর্ত হিসাবে মাসে একবার তাকে এমএসিসি অফিসে হাজিরা দিতে হবে। মামলার পরবর্তী তারিখ এবং নথিপত্র জমা দেয়ার জন্য আদালত ২৫ ফেব্রুয়ারী সময় নির্ধারণ করেছেন।
Comments