মিলান-লোম্বারদিয়ায় নোয়াখালী প্রবাসীদের মিলনমেলা
ইতালির মিলান শহর ও লোম্বারদিয়া অঞ্চলে বসবাসরত নোয়াখালী জেলার প্রবাসীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে 'মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নোয়াখালী প্রবাসীদের পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রীতি ভোজ, শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা, মহিলাদের জন্য আলাদা খেলাধুলার আয়োজন এবং ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী নোয়াখালীবাসীদের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সমিতির সভাপতি আবদুল কাইয়ুম মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেকের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী হয়। আলোচনায় বক্তারা প্রবাসে নোয়াখালীবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি প্রবাসে বসবাসরত নোয়াখালীবাসীদের মাঝে আনন্দ, ভ্রাতৃত্ব ও নিজস্ব সংস্কৃতি চর্চার এক মিলনমেলায় পরিণত হয়।
Comments