নতুন বছর উপলক্ষে শাহজালাল সমাজকল্যাণ পরিষদের মিলনমেলা ও পুরস্কার বিতরণ
নতুন বছর ২০২৬ আগমন উপলক্ষে ইতালিতে মধ্য মন্তেসাক্র শাহজালাল সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এক মিলনমেলা ও শিশু-কিশোরদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজির উদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বদরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ আলী।
সভাপতির বক্তব্যে আজির উদ্দিন বলেন, নতুন বছর আমাদের জন্য নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে শিশু-কিশোরদের সুস্থ ও নৈতিক বিকাশে শাহজালাল সমাজকল্যাণ পরিষদ ভবিষ্যতেও ভূমিকা রাখবে।
সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বলেন, এই ধরনের মিলনমেলা ও পুরস্কার বিতরণী আয়োজন শিশুদের উৎসাহিত করে এবং সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সবাইকে একত্রিত করাই আমাদের মূল লক্ষ্য।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ উন্নয়নে সংগঠনের ভূমিকা অপরিসীম। শিশু ও কিশোরদের মেধা ও নৈতিকতার বিকাশে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। শাহজালাল সমাজকল্যাণ পরিষদ আগামীতেও মানবকল্যাণে কাজ করে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।
বিশেষ অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জামিলুল আরিফ বলেন, প্রবাস ও দেশীয় সংগঠনগুলো একসাথে কাজ করলে সমাজ উন্নয়ন আরও বেগবান হবে। এই আয়োজন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
বক্তারা আরও বলেন, শিশু-কিশোরদের পুরস্কৃত করার মাধ্যমে তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও আত্মবিশ্বাস গড়ে ওঠে। এসময় আরও বক্তব্য দেন জালালাবাদ এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ।
অনুষ্ঠানে আরও ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ইমরুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রিপন আহমদ, উপদেষ্টা কামাল আহমদ, আব্দুল লতিফ, আব্দুল গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, ধর্ম সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সহ সভাপতি মইনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।
উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা আরও জোরদার করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে শিশু ও কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Comments