খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি বাহরাইন শাখার উদ্যোগে দোয়া মাহফিল
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বাহরাইনে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাহরাইনের গফুল এলাকায় অবস্থিত 'ইব্রাহীম খালিল কানু' মসজিদে, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রইস হাসান সারোয়ার, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোঃ ইলিয়াছুর রহমান, প্রথম সচিব মোঃ মাহফুজুর রহমান এর উপস্থিতিতে বাদ জুমা গায়েবানা জানাজা হয়।
উক্ত জানাজায় উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপি'র সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন মুকুল ও দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান (সোহাগ), প্রচার সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আকবর আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম, মিলাদুর রহমান সজীব, আক্তার মোল্লা, রেজান, মাওলানা বশির, মহিউদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আলীম, যুবনেতা সরদার রুবেল হক, যুবনেতা মোস্তাক আহমেদ, লিমন, রবিউল, হারিস খলিফা, ফোরকান, মাকসুদ, মহসিন, কামরুল, কৃষকদল নেতা আহসান উল্লাহ, আতিকুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং বাহরাইনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। জানাজা শেষে বিশেষ দোয়া মাহফিল হয়। এ সময় সদ্য প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, শোকসন্তপ্ত জিয়া পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
Comments