ইতালিতে সুবর্ণচর এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সুবর্ণচর এসোসিয়েশন ইতালির দ্বিবার্ষিক সম্মেলন সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত হয়েছে। এতে তৃতীয়বারের মতো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে তালিমুল হক, সাধারণ সম্পাদক হিসেবে মনির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রাকিবুল হক নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাহাব উদ্দিন। সম্মেলন সঞ্চালনা করেন আকতার হোসেন। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার বেলাল উদ্দিন। সহ-নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাসেদ উদ্দিন ও খলিল মাহমুদ।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রহিম উল্লাহ, বাহার উদ্দিন, আলমগির হোসেন, কামরুল মুন্না ও মোহাম্মদ হাশেম। স্বাগত বক্তব্য দেন মিশু, আবু মাহি মোস্তফা, ইসমাইল হোসেন ও নুর নবি।
নবনির্বাচিত সভাপতি তালিমুল হক তাঁর বক্তব্যে বলেন, প্রবাসে বসবাসরত সুবর্ণচরবাসীদের ঐক্যবদ্ধ রেখে সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদার করাই আমাদের প্রধান লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তুলব'।
সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, এই সংগঠন শুধু একটি এসোসিয়েশন নয়, এটি সুবর্ণচরবাসীদের একটি পরিবার। আগামীতেও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠন পরিচালনা করা হবে।
সাংগঠনিক সম্পাদক রাকিবুল হক বলেন, তরুণ প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে ভবিষ্যতে আরও কার্যকর ও গতিশীল একটি এসোসিয়েশন গড়ে তোলা হবে।"
এসময় সুবর্ণচরের সন্তান রুবিনা আক্তার রোমের ৮ নম্বর কমিউনের কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ায় সুবর্ণচর এসোসিয়েশন ইতালির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
সভাপতির বক্তব্যে সাহাব উদ্দিন নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঐক্যই আমাদের শক্তি। এই নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আমি আশাবাদী। তার বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Comments