জার্মানিতে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল
খালেদা জিয়ার মৃত্যুতে জার্মান বিএনপি ও তার অঙ্গসংগঠন গভীর শোক প্রকাশ করেছে। এই উপলক্ষে রাজধানী বার্লিনের বায়তুল মুককাররাম মসজিদে শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিল হয়েছে। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজী।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন ও জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, সাবেক সহ-সভাপতি আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার, ১ম যুগ্ম সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান ও বার্লিন বিএনপির সভাপতি মো জসিম সিকদারসহ দলটির এবং অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতা ও কর্মীসহ প্রবাসীরা।
পরে খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রদূত জুলকার নাইন ও দলটির নেতারা বলেন, দেশের বর্তমান সংকটময় সময়ে খালেদা জিয়ার চলে যাওয়াটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে দেশ ও দেশের মানুষ একজন অভিজ্ঞ, সাহসী ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও ত্যাগী রাজনৈতিক অভিভাবককে হারালো।
এর আগে জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের বেশ কয়েকটি মসজিদে বেগম জিয়ার জন্য গায়েবানা জানাজার আয়োজন করে জার্মান বিএনপি ও তার অঙ্গসংগঠনসহ সর্বস্তরের প্রবাসীরা।
এদিকে রাজধানী বার্লিনের অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রদূতসহ জার্মান বিএনপি, ও তার অঙ্গসংগঠনসহ সর্বস্তরের শোকার্ত মানুষ শোক বইয়ে স্বাক্ষর করেন।
Comments