খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রিয়াদে বগুড়া জেলা বিএনপির দোয়া মাহফিল
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
রিয়াদের মোহাম্মদিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি ফিরোজ আহমেদ নয়নের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. এ. কে. এম. গোলাম হাসনাইন সোহান।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান।
এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহান আলী, সহ-সভাপতি মাহফুজুর রহমান চঞ্চল, প্রচার সম্পাদক সামিউল ইসলাম সিলো, রেজাউল হক, সজল, যুবনেতা আফাজ উদ্দিন সরকার, ও ফারুক। প্রবাসী বগুড়া জেলা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Comments