ইতালিতে নতুন বছরকে বরণ, অংশ নিয়েছেন বাংলাদেশি প্রবাসীরাও
ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে ইতালিজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয়দের পাশাপাশি বর্ষবরণে মেতে ওঠেন বাংলাদেশি প্রবাসীরাও। আতশবাজি, আলোকসজ্জা আর সাংস্কৃতিক আয়োজনে নতুন বছরকে বরণ করা হয় আনন্দ ও প্রত্যাশার মধ্য দিয়ে।
ইংরেজি নতুন বছর ২০২৬ এর আগমনে ইতালির রোম, মিলান, ভেনিসসহ বড় শহরগুলোতে মেতে উঠে উৎসবের আনন্দে।
রাত ১২টা বাজতেই আকাশজুড়ে শুরু হয় আতশবাজির ঝলকানি। নতুন বছরকে বরণ করতে স্থানীয় ইতালিয়ানদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন দেশের পর্যটক ও প্রবাসী বাংলাদেশীরা।
বর্ষবরন কে গিরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা, সংগীতানুষ্ঠান ও মিলনমেলা।
গেল বছরের নানা উদ্বেগ ও অস্থিরতা পেছনে ফেলে নতুন বছরে প্রবাসীদের প্রত্যাশা দেশে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ।
বছরের বিভিন্ন সময় ঘটে যাওয়া একাধিক সন্ত্রাসী হামলায় ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ২০২৫ সালটি ছিল চরম শোক, উদ্বেগ ও আতঙ্কের বছর। নতুন বছরে প্রত্যাশা ইতালিতে নিরাপদ জীবন।
২০২৬ সাল শুরু হলো আলো, আশা ও আনন্দ নিয়ে। প্রবাসীদের চাওয়া—দেশে স্থিতিশীলতা, প্রবাসে নিরাপত্তা আর সবার জন্য শান্তিময় জীবন।
Comments