ইতালিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে।
সকালে রোমের বাংলা টাউন এলাকায় অবস্থিত টিএমসি মসজিদে ইতালি বিএনপির উদ্যোগে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া জানাজায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
গায়েবানা জানাজায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিম রকিবুল হক, ইতালি বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসল্লি অংশগ্রহণ করেন।
জানাজা শেষে উপস্থিত মুসল্লিরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন আপসহীন রাজনৈতিক নেতা হিসেবে তিনি দীর্ঘদিন জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছেন বলে তাঁরা মন্তব্য করেন।
এদিকে, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোক পালন উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
Comments