দোহার ঐক্য পরিষদের ৮ম বর্ষপূর্তি উদযাপন ও নতুন কমিটি ঘোষণা
দোহার ঐক্য পরিষদ দীর্ঘ ৮ বছর প্রবাসীদের সেবায় কাজ করে আসছে, ইতালিতে বসবাসরত দোহার বাসীর যেকোন সমস্যা সমাধান বা দেশের যেকোন দুর্যোগে পাশে থেকেছে এই সংগঠন। গত ২৫ ডিসেম্বর ছিল সংগঠনটির ৮ম বর্ষপূতি । এদিন কেক কেটে ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে দোহার ঐক্য পরিষদ রোম এর নেতারা।
রোমের মনতেভেরদে এক রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী শাহজাহান ও মহিলা বিষয়ক সম্পাদক মেহনাজ তাব্বাসুম শেলী এবং দপ্তর সম্পাদক আব্দুর রাহিম ও শওকত আলম রবিন এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও ১ নম্বর সদস্য শেখ আলমগীর হোসেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসেন্সা সিটির কাউন্সিলর মোঃ আফিল উদ্দিন আপেল, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী সফিউদ্দিন আহমেদ শফি, দোহার ঐক্য পরিষদ এর সাবেক সাধারণ সম্পাদক জাকির ভূইয়া, ব্যবসায়ী নজরুল জাইন, লিটন কাজী, কামরুল হাসান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের পৃষ্টপোষক শেখ সোহেল, বক্তব্য দেন সাবেক প্রধান উপদেষ্টা মোঃ আফতারুল হক টুটুল মৃধা, প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা হামিদুর রহমান বুলেট, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, উপদেষ্টা শেখ মোশাররফ, সোহেল মাজি, সালাউদ্দিন মোড়ল, ননি মোড়ল, মাহবুব আলম, সালাম তালুকদার, নজরুল খান, জাহিদুল ইসলাম, শেখ সোহাগ, শওকত আলম রবিন, আল আমিন মাদবর, সহিদুল ইসলাম, মো: সবুজ, আবদুর রাহিম, জলক আকন, মামুন, শেখ জুয়েল, আরাফাত হোসেন, শামিমসহ অনেকে।
ঢাকা জেলা সমিতি, একতা ব্যবসায়ী সমিতি, কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি, বরিশাল জেলা সমিতি, কসবা মানব কল্যাণ সমিতি, সেন্তসেল্লে ঐক্য পরিষদ, কমিউনিটি ব্যক্তি আব্দুর রশিদ, ব্যবসায়ী হাজি জসীম উদ্দিন, ফজলুল হক ভুট্টো, মাহবুব আলম, সাইদ, ইতালি প্রবাসী দোহারবাসী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় ২০২৬-২৭ সালের জন্য সর্বসম্মতিক্রমে শেখ সোহেলকে সভাপতি, সালাম তালুকদার কে সাধারণ সম্পাদক এবং আব্দুর রাহিম বেপারীকে সাংগঠনিক সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। একইসাথে বিদায়ী কমিটির সদস্যদের বিদায়ী সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।
আয়োজকরা জানান, প্রবাসে দোহার বাসীদের ঐক্য ও সম্প্রীতি ধরে রাখতে এই পরিষদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
Comments