অবৈধ অভিবাসন রোধে বৈধ পথে বিদেশগমনের ওপর গুরুত্বারোপ
অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক আলোচনা সভা হয়েছে। সভায় অবৈধ অভিবাসন কমিয়ে বৈধ, নিরাপদ ও নিয়মতান্ত্রিক পথে অভিবাসন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। বক্তারা বলেন, অবৈধ পথে ইউরোপে প্রবেশ করলে অভিবাসীদের নানামুখী ঝুঁকি, অনিশ্চয়তা এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয়। মানবপাচার রোধ এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈধ অভিবাসনের কোনো বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বলেন, 'নিরাপদ, নিয়মতান্ত্রিক ও বৈধ পথে অভিবাসন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য'। তিনি আরও বলেন, বৈধ অভিবাসন প্রক্রিয়া সহজীকরণ, সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা এবং প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে অবৈধ অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
আলোচনা সভায় অংশ নিয়ে এক প্রবাসী প্রতিনিধি বলেন, ভুল তথ্য ও দালালচক্রের প্ররোচনায় অনেকেই অবৈধ পথে বিদেশে আসেন। রাষ্ট্রীয়ভাবে সচেতনতা কার্যক্রম জোরদার করা গেলে এই সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ইতালির বিভিন্ন প্রদেশ থেকে আগত প্রবাসীরা বৈধ অভিবাসন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
আলোচনা সভা শেষে অবৈধ অভিবাসন রোধ এবং বৈধ পথে অভিবাসন বৃদ্ধিতে সরকার, দূতাবাস ও প্রবাসীদের সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।
Comments