সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ে প্রচারণামূলক সভা
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোটদান প্রক্রিয়া সম্পর্কে প্রত্যেকেই নিজ নিজ জায়গায় থেকে অন্যদের অবহিত, উৎসাহিত করতে ও প্রচারণা চালানোর মাধ্যমে প্রবাস থেকে ভোট দানের দীর্ঘদিনের চাওয়া পূরণে উদ্যোগী হতে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে এক প্রচারণা সভা হয়েছে। সোমবার সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।
সভায় প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে পোস্টাল ব্যালটের গুরুত্ব, আবেদন পদ্ধতি এবং প্রবাসী ভোটারদের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, অন্তবর্তী কালীন সরকারের লক্ষ্য উদ্দেশ্য হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। আর সে নির্বাচনে প্রবাসীরা যাতে বিদেশে বসে ভোট দিতে পারেন এলক্ষ্যে কাজ করে যাচ্ছে অন্তবর্তী কালীন সরকার। প্রধান উপদেষ্টা তার কথা রেখেছেন এবং অল্প সময়ের মধ্যে তা গুছিয়ে আনছেন। নির্বাচন কমিশনও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান।
এছাড়া সভায় উপস্থিত কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, শ্রম কাউন্সিলর আব্দুস সালাম, কনস্যুলেটের প্রেস সচিব আরিফুর রহমান, সময় টেলিভিশনের আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ডিবিসি নিউজের প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, প্রবাস ক্লাবের সভাপতি দৈনিক ঢাকা জার্নালের ইউ এই প্রতিনিধি এস এম ফয়জুল্লাহ শহীদ, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি নওশের আলম, গাজী টিভির প্রতিনিধি ফখরুদ্দিন মুন্না, দৈনিক বণিক বার্তা প্রতিনিধি গোলাম সরোয়ার, চ্যানেল এস প্রতিনিধি মামুনুর রশিদ এবং ভালো নিউজের প্রতিনিধি মনিরুল ইসলামসহ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন সংগঠনের নেতারা ।
সভা শেষে প্রবাসী সাংবাদিক ও উপস্থিত অতিথিদের প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং পোস্টাল ব্যালট সংক্রান্ত তথ্যাবলী সবার মাঝে ধারণা দেওয়া হয় ।
Comments